চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ শুরু, রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী
Published: 1st, March 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার শুরু হচ্ছে। প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হবে পরীক্ষা।
চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিট মিলিয়ে এবার পরীক্ষায় বসবেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। এর আগে কখনো এত শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসার জন্য আবেদন করেননি। সেই হিসাবে এ বছর রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা।
গত বছরের মতো এ বছরও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। তবে আসনের সংখ্যার পরিবর্তন এসেছে। গত বছর ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন নেওয়া হলেও এবার মোট ৪ হাজার ৫৮৪টি আসনের বিপরীতে পরীক্ষা হবে। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১১টি আর বাকি ৫৭৩টি আসন কোটার জন্য বরাদ্দ।
এ ইউনিটের পরীক্ষার পর ৮ মার্চ বি ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট ও ২২ মার্চ ডি ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে ১০ মার্চ বি-১ ও ১১ মার্চ বি-২ উপ-ইউনিটের পরীক্ষা হবে। আর ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা হবে ২৪ মার্চ।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও রাজশাহী—এই দুই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। ২ লাখ ৭১ হাজার ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন ৮৭ হাজার ৮৯৬ জন। বাকি পরীক্ষার্থীরা অন্য দুই কেন্দ্রে দেবেন।
কোন ইউনিটে কতবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের সব বিভাগ নিয়ে গঠন করা হয়েছে এ ইউনিট। এই ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ১২৩টি। এই ইউনিটে পরীক্ষা দেবেন ১ লাখ ৯ হাজার ৮১ শিক্ষার্থী। সেই হিসাবে ১টি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯৭ জন।
কলা ও মানববিদ্যা আর শিক্ষা অনুষদভুক্ত বি ইউনিটে সাধারণ আসন রয়েছে ৮৯৬টি। এতে পরীক্ষায় বসবেন ৭৩ হাজার ১৭১ শিক্ষার্থী। ১টি আসনের বিপরীতে এতে পরীক্ষার্থী প্রায় ৮১ জন। ব্যবসায় অনুষদভুক্ত সি ইউনিটে সাধারণ আসন ৬৪০টি। এই ইউনিটে পরীক্ষায় বসবেন ২১ হাজার ৩৯৩ জন। ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩৩ জন।
অন্যদিকে সমাজবিজ্ঞান অনুষদের সব বিষয়, আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা আর মনোবিজ্ঞান বিভাগ নিয়ে গঠন করা হয়েছে ডি ইউনিট। এতে ৮৬২টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ৬০ হাজার ৫২২ জন। ১টি আসনের বিপরীতে এই ইউনিটে পরীক্ষার্থী প্রায় ৭০ জন। নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ নিয়ে গঠিত বি-১ উপ-ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ১ হাজার ৯১১ জন। ১টি আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় ১৫ জন। আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত বি-২ উপ-ইউনিটে আসন রয়েছে ৩২৫টি। এতে এবার পরীক্ষা দেবেন ৩ হাজার ৬৭০ জন। ১টি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন প্রায় ১১ জন।
শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ডি-১ উপ-ইউনিট। এতে ৪০ সাধারণ আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন ১ হাজার ৪৯১ জন। ১টি আসনের বিপরীতে এতে পরীক্ষার্থী প্রায় ৩৭।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ট র পর ক ষ পর ক ষ য় বসব ন আসন র ব পর ত পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
আমি যুদ্ধাপরাধী না, অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জন্মস্থানের একটা মায়া-ভালোবাসা আছে। ২০০১ সালের নির্বাচনের পর আপনাদের সামনে ২৪ বছর পর কথা বলার সুযোগ হয়েছে। কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চেনে অন্য কেউ সেভাবে চেনে না।
মঙ্গলবার (১ এপ্রিল) কুলাউড়া উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি কি যুদ্ধাপরাধী? না; অথচ আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা? তা-ও চেষ্টা করা হয়েছে। কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ হামলা-মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আগস্টের ১ তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম, ৪ দিন পর আল্লাহর বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুঁড়িয়ে দিয়েছেন।
জামায়াত আমির বলেন, আমি প্রত্যেক শহীদের বাড়িতে যদি যেতে পারতাম। তাদের সন্তান কোলে নিতে পারতাম। যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন, তারা শুধু টপটপ করে চোখের পানি ফেলেছেন। জানতে চেয়েছিলাম—কী চান? তারা বলেছিলেন, জালিমের হাতে দেশটা যেন আর না যায়। দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজ, ঘুষখোর ও সুদখোরদের ঠাঁই হবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে হিন্দু-মুসলিম কিংবা মেজরিটি-মাইনরিটি বলে কিছু থাকবে না।
তিনি আরও বলেন, দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি। আজ প্রাণখুলে দেখতে চাই।
পুনর্মিলনীতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।