পালাবদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।

নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে—এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপি। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা।

বিএনপির নেতারা বলছেন, বর্ধিত সভায় মূলত তিনটি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, দলীয় ঐক্য ধরে রাখা। দ্বিতীয়ত, নেতা-কর্মীদের দখল-চাঁদাবাজিসহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা। আর তৃতীয়ত, নির্বাচনে সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় বিএনপির বর্ধিত সভায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

পঞ্চাশোর্ধ ইউক্রেনীয় নাদিয়া এলেন কুমিল্লায়, বিয়ে করলেন ব্যবসায়ীকে

প্রায় ৬ বছর আগে ফেসবুকে পরিচয়। সেই পরিচয় থেকে প্রেম এবং অতঃপর  বিয়ে। প্রেমের টানে ইউক্রেন থেকে বাংলাদেশে এসেছে বিয়ে করেছে সালো নাদিয়া নামের ৫০ বছরের এক নারী। তার স্বামী কুমিল্লা নগরীর মোতাসিন বিল্লাহ। বয়স ৬৩। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ভাইরাল এ বিয়ে। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন নাদিয়া। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি বিয়ে করেন দুজন। এর পর থেকে নববধূকে দেখতে লোকজন ছুটে যাচ্ছেন বাড়িতে।

প্রেমিক মোতাসিন বিল্লাহ কুমিল্লা নগরীর চর্থা বড়পুকুর পাড় এলাকার মৃত আব্দুল হালিম চৌধুরীর ছোট ছেলে। তিনি একজন ব্যবসায়ী। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। নাদিয়াকে নিয়ে নিজের ফ্ল্যাটে বসবাস করছেন।

আজ শনিবার দুপুরে সমকালকে এসব তথ্য জানিয়েছেন মোতাসিন বিল্লাহ। তিনি বলেন, ২০১৯ সালে ফেসবুকে পরিচয় হয় সাইকোলজিস্ট সালো নাদিয়ার সাথে। পরে দুজনের মধ্যে আলাপ হতে থাকে। বছর দুয়ের মাথায় কথা বলতে বলতে একপর্যায়ে নাদিয়াকে প্রেম নিবেদন করেন মোতাসিন বিল্লাহ। তাতে সায় দেন নাদিয়াও। দুজনের মধ্যে ভালো বুঝাপড়া হওয়ায় সিদ্ধান্ত নেন যুগলবন্দী হওয়ার। সেই সূত্রে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৫০ বছর বয়সী নাদিয়া।

মোতাসিন বিল্লাহ আরও বলেন, ‘নাদিয়া ইউক্রেনের নাগরিক হলেও ১৫ বছর ধরে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বসবাস করেন। একটি সেখানে সাইকোলজিস্ট হিসেবে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন নাদিয়া। নাদিয়া ইউক্রেনীয় ও স্প্যানিশ ভাষায় কথা বললেও ইংরেজি ভাষাও জানে। তার সাথে আমার ইংরেজি ভাষায় কথা হয়। ধীরে ধীরে বাংলাও শিখতে চেষ্টা করছে সে।’

তিনি বলেন, ‘নাদিয়া খুবই ভালো একজন মানুষ। সে বাংলাদেশকে খুব পছন্দ করে। তবে বাংলাদেশের জলবায়ু ও জনসংখ্যা নিয়ে তার কিছুটা আপত্তি আছে। বাংলাদেশি পোশাক তার প্রিয়। কুমিল্লার রসমালাই খেতে পছন্দ করে নাদিয়া। বাংলাদেশের অতিরিক্ত ঝাল দিয়ে রান্না তার ভালো লাগে না। কয়েকদিন বাংলাদেশে থাকবে। আবার চেক প্রজাতন্ত্রে ফিরে যাবে। সেখানে যাওয়ার পর আমার ভিসার জন্য চেষ্টা করবে। আমি যাওয়া আসার মধ্যে থাকবো। সে-ও বাংলাদেশে যাওয়া-আসা করবে।’ দাম্পত্য জীবন সুখের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মোতাসিন বিল্লাহ। 
 

সম্পর্কিত নিবন্ধ