বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন ও পুলিশ অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিকভাবে চলতে পারে, এজন্য সংঘবদ্ধ শক্তি থাকে। যখন দেশে দীর্ঘ সময় অনির্বাচিত সরকার থাকে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবস্থাই হয়।” 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসীধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “এই সরকার মানুষের ভোটে নির্বাচিত নয়। তারা সরাসরি নির্বাচনে দাঁড়াবেও না। চালের দাম ১০০ টাকা কেজি হলে তাতে তাদের কি বা আসে আর না আসে? আমরা যখন ভোটের জন্য মানুষের দরজায় দরজায় ধাক্কা দেই- আমাদের ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে জনগণ আমাদেরকে ভোট দেবে না। সে জন্য একটি নির্বাচিত সরকারের এত দরকার।”

আরো পড়ুন:

হাসিনার গাড়িবহরে হামলা: খালাস পেলেন বিএনপি নেতা হাবিব

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ন র ব চ ত সরক র

এছাড়াও পড়ুন:

স্থানীয় নয়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘‘প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই ইতোমধ্যে বলেছেন, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য, জাতীয় নির্বাচন নিয়ে। আপাতত স্থানীয় নির্বাচনের কথা ভাবছি না।’’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য।’’

তিনি বলেন, ‘‘স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।’’

নির্বাচন কমিশনার বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য, জাতীয় নির্বাচন। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’’

‘‘জুনের পর ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য সম্ভব মনে করছি না।’’- যোগ করেন তিনি।

এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিবেশ দিনকে দিন উন্নত হচ্ছে। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • কোনো অপরাধী যাতে ছাড় না পায়
  • রাজধানীতে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২৮
  • অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১৮
  • রাজধানীতে অভিযানে চার দিনে গ্রেপ্তার ছাড়াল ১ হাজার, ডেভিল হান্টে মোট গ্রেপ্তার ১২ হাজার
  • ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ১১ হাজার ছাড়াল
  • সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়: ইসি মাছউদ
  • অপারেশন ডেভিল হান্ট:২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪৩ 
  • ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে ২২ ছিনতাইকারীকে গ্রেপ্তার: র‍্যাব
  • স্থানীয় নয়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ