এক বোনের বুয়েটে আরেকজনের মেডিকেলে ভর্তির সুযোগ, প্রথমবার আলাদা হচ্ছেন তাঁরা
Published: 1st, March 2025 GMT
যারীন তাসনীম ও যাহরা তাসনীম যমজ বোন। মায়ের পেট থেকে স্কুল-কলেজের বেঞ্চে একসঙ্গে ছিলেন। এক টেবিলে পড়াশোনা, এক বিছানায় ঘুমানো—এভাবেই কেটেছে ১৭টি বছর। একজনের স্বপ্ন চিকিৎসক হওয়া, অন্যজনের প্রকৌশলী। সম্প্রতি যারীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এবং যাহরা টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। স্বপ্ন পূরণে এখন থেকে তাঁদের আলাদা থাকতে হবে।
যারীন ও যাহরা টাঙ্গাইলের সখীপুর উপজেলার শিক্ষক দম্পতি আবু জুয়েল ও চায়না আক্তারের যমজ মেয়ে। শিক্ষাজীবনে পিএসসি থেকে শুরু করে সব পরীক্ষায় তাঁরা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। যারীন-যাহরার বাবা আবু জুয়েল উপজেলার সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আর মা চায়না আক্তার উপজেলার শান্তিকুঞ্জ একাডেমির সহকারী প্রধান শিক্ষক। তাঁদের বাড়ি উপজেলার কচুয়া গ্রামে।
যারীন তাসনীম এবার বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে এইচএসসি পরীক্ষায় রাজধানীর হলিক্রস কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে মায়ের পেটে ছিলাম। এক দোলনায় শুয়েছি। বড় হয়ে একই বিছানায় ঘুমিয়েছি। স্কুল-কলেজে একই বেঞ্চে বসে পড়াশোনা করেছি। শুধু কলেজ ছাড়া ওয়ান থেকে টেন পর্যন্ত এক সেট বইয়ে দুজন পড়েছি। আমাদের কখনো মুঠোফোন দেওয়া হয়নি। তবে কলেজে দুজনে মিলে একটি বাটন ফোন চালিয়েছি। ১৭ বছর একসঙ্গে থেকেছি। স্বপ্নপূরণে ও ভবিষ্যৎ জীবন গড়তে এখন থেকে আমাদের আলাদা থাকতে হবে।’
মায়ের পেট থেকে স্কুল-কলেজের বেঞ্চে একসঙ্গে ছিলেন যমজ দুই বোন। স্বপ্ন পূরণে এখন থেকে তাঁদের আলাদা থাকতে হবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল কল জ উপজ ল র একসঙ গ র আল দ কল জ র
এছাড়াও পড়ুন:
একসঙ্গে একই অনুষ্ঠানে দুই নারীকে বিয়ে করলেন তিনি
ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক ব্যক্তি একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়েছেন। কাউকে তিনি ছাড়তে চান না। আর তাই একই মণ্ডপে একই অনুষ্ঠানে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করলেন তিনি।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের কোমারাম ভীম আসিফাবাদ জেলায়।
ওই ব্যক্তির নাম সূর্যদেব। তিনি লিঙ্গাপুর মণ্ডলের গুমনুর গ্রামের বাসিন্দা। তিনি একই সঙ্গে লাল দেবী ও ঝলকারি দেবীর প্রেমে পড়েন। তিনি একই সময়ে দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি দুজনকে একই সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
এমনকি বিয়ের জন্য যে আমন্ত্রণপত্র ছাপা হয়েছিল, সেখানেও কনে হিসেবে লাল দেবী ও ঝলকারি দেবী উভয়ের নাম লেখা হয়েছিল। বিয়ের একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে দুই নারী একজন পুরুষের হাত ধরে আছেন এবং পরিবার, স্বজন ও বন্ধুদের সামনে তাঁরা তিনজন বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন।
ভিডিওতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বর ও দুই কনের পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন হয়েছে বলে জানা গেছে।
সূত্র বলেছে, সূর্যদেব একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়ার পর তাঁরা তিনজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। শুরুতে গ্রামের বয়োজ্যেষ্ঠরা এতে আপত্তি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁরা এগিয়ে আসেন এবং তাঁদের বিয়ে দিতে সহায়তা করেন।
এমন ঘটনা ভারতে অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক ব্যক্তি দুই নারীকে একই মণ্ডপে বিয়ে করেন। তিন পরিবারের সম্মতি নিয়ে উটনুর মণ্ডপে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছিল।
একইভাবে ২০২২ সালে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগায় এক ব্যক্তি তাঁর দুই প্রেমিকাকে বিয়ে করেন।