বার্তা থেকে ছবি ও ভিডিও তৈরি করতে সক্ষম এআই মডেল আনল আলিবাবা
Published: 1st, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলতে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো হঠাৎ যেন নতুন এআই মডেল আনার প্রতিযোগিতা শুরু করেছে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের সাফল্যের পর এবার দেশটির সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাও ‘ওয়ান ২.১’ নামের নতুন এআই মডেল উন্মুক্ত করেছে। বার্তা থেকে ছবি ও ভিডিও তৈরি করতে সক্ষম এআই মডেলটি গবেষণা, শিক্ষা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
আলিবাবা জানিয়েছে, ‘ওয়ান ২.
আলিবাবার দাবি, এআই মডেলটি অত্যন্ত বাস্তবসম্মত ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির পাশাপাশি একসঙ্গে একাধিক তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। আগামী তিন বছরে ক্লাউড কম্পিউটিং এবং এআই অবকাঠামো শক্তিশালী করতে বিনিয়োগের সিদ্ধান্তও নিয়েছে আলিবাবা।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ‘ওয়ান ২.১’ এআই মডেলটি প্রদর্শন করা হলেও সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ব ব
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বাবা-ছেলের মাদক ব্যবসা : গাঁজাসহ ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক
সিদ্ধিরগঞ্জে রিফাত হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় পলাতক রয়েছে তার পিতা সুমন হোসেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিফাত হোসেন (১৯) ও তার বাবা সুমন হোসেন (৩৯) সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবৎ গোপনে মাদকের ব্যবসা করছিল।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটায় মিজমিজি উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা’সহ রিফাতকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মামলায় রিফাতের বাবা সুমন হোসেনকে পলাতক দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রিফাত বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে। পলাতক সুমন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থেকে গোপনে মাদকের ব্যবসা করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাড়া বাসা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়ে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সুমন হোসেন পলাতক রয়েছে।