নব্বইয়ের দশকে হলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকাদের একজন ছিলেন ডেমি মুর। সেই কবে করেছিলেন ‘স্ট্রিপটিজ’, এত বছর পরও সেই সিনেমার পোস্টারে তাঁর পোজ নিয়ে আলোচনা হয়। ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’, ‘ডিসক্লোজার’ও করেছেন ডেমি। ১৯৯৫ সালে তিনিই ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু সাড়ে চার দশকের ক্যারিয়ারে উল্লেখযোগ্য কোনো পুরস্কারই জেতেননি ডেমি। চলতি বছর গোল্ডেন গ্লোবে সেই আক্ষেপ দূর হয়েছে, এবার অস্কারের অপেক্ষায় আছেন ডেমি।

‘আমি আশাই করিনি এটা বড় একটা ধাক্কা। ৪৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি, সেভাবে পুরস্কার পাইনি। সবার প্রতি কৃতজ্ঞতা,’ গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডেমি মুর। এরপর তো অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন ৬২ বছর বয়সী অভিনেত্রী।

‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ডেমি মুর।এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সেই ডেমি ফিরলেন, প্রবলভাবেই ফিরলেন

নব্বইয়ের দশকে হলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকাদের একজন ছিলেন ডেমি মুর। সেই কবে করেছিলেন ‘স্ট্রিপটিজ’, এত বছর পরও সেই সিনেমার পোস্টারে তাঁর পোজ নিয়ে আলোচনা হয়। ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’, ‘ডিসক্লোজার’ও করেছেন ডেমি। ১৯৯৫ সালে তিনিই ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু সাড়ে চার দশকের ক্যারিয়ারে উল্লেখযোগ্য কোনো পুরস্কারই জেতেননি ডেমি। চলতি বছর গোল্ডেন গ্লোবে সেই আক্ষেপ দূর হয়েছে, এবার অস্কারের অপেক্ষায় আছেন ডেমি।

‘আমি আশাই করিনি এটা বড় একটা ধাক্কা। ৪৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি, সেভাবে পুরস্কার পাইনি। সবার প্রতি কৃতজ্ঞতা,’ গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডেমি মুর। এরপর তো অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন ৬২ বছর বয়সী অভিনেত্রী।

‘দ্য সাবস্ট্যান্স’ দিয়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ডেমি মুর।এএফপি

সম্পর্কিত নিবন্ধ