বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, সেমিতে অস্ট্রেলিয়া
Published: 1st, March 2025 GMT
শীতের শেষ ভাগে পাকিস্তানে ভালোই দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি। গতকালও বৃষ্টিতে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ৩টি ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলো। গতকাল পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আফগানিস্তানের। তাদের সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে। আর শেষ চার নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। আর সুবিধাজনক অবস্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকাও। আজ ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে (ন্যূনতম ২০৭ রানে) না হারলেই প্রোটিয়াদের শেষ চার নিশ্চিত।
ইংল্যান্ডের বিপক্ষে যে আফগানিস্তানকে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে সে তেজ দেখা যায়নি। তবে সেদিন ইব্রাহিম জাদরানের মতো স্মরণীয় ইনিংস খেলতে না পারলেও গতকাল সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই দুটি কার্যকর হাফ সেঞ্চুরি করেছেন। দু’জনের নৈপুণ্যে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৩ রান সংগ্রহ করে আফগানরা। এ লক্ষ্যের জবাব দিতে বিস্ফোরক সূচনা করে অস্ট্রেলিয়া। তবে দুরন্ত গতিতে এগিয়ে চলা ট্রাভিস হেডের অগ্রযাত্রা থামায় বৃষ্টি। হেড ঝড়ে ১২.
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন একটা ভালো নয়। হালকা বৃষ্টি হলেও মাঠ খেলার উপযোগী করতে ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যায়। তাই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানের পয়েন্ট এখন ৩, অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে সেমিতে। এই গ্রুপের অপর দল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এরই মধ্যে ৩ পয়েন্ট রয়েছে। আফগানদের (-০.৯৯০) নেট রান রেটের তুলনায় প্রোটিয়াদের (২.১৪০) নেট রান রেট বেশ ভালো। তাই আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে কিংবা পরিত্যক্ত হলে তো বটেই, ন্যূনতম ২০৭ রানের ব্যবধানে পরাজিত না হলেই সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা।
সেমিতে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া পথ ছিল না আফগানদের সামনে। এমন পরিস্থিতিতে গতকাল টসে জিতে ব্যাটিং করতে নেমে আফগানদের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই জনসনের ইয়র্কারে বোল্ড হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার ইব্রাহিম জাদরান ইংল্যান্ড ম্যাচের মতো খেলতে পারেননি; ২৮ বলে ২২ রান করে লেগস্পিনার অ্যাডাম জাম্পার বলে ক্যাচ দেন। চার নম্বরে নেমে ভরসা দিতে পারেননি অভিজ্ঞ রহমত শাহও। তবে এক প্রান্তে রুখে দাঁড়ান সেদিকুল্লাহ অটল। তরুণ এ ব্যাটার চমৎকার ব্যাটিং করেন। কিন্তু আফগান ইনিংস প্রয়োজনীয় গতি পেল না অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির মন্থর ব্যাটিংয়ের জন্য। গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পজিশনে নেমে তিনি ৪৯ বলে ২০ রান করেন, যেখানে ডট বল ছিল ৩৩টি। তাই সেদিকুল্লাহ ৯৫ বলে ৮৫ রানের ইনিংসটি খেলার পরও বড় রানের জুটি তৈরি হয়নি। সেদিকুল্লাহর বিদায়ের পর হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। ১টি চার ও ৫ ছক্কায় তাঁর ৬৩ বলে ৬৭ রানের ইনিংসে আফগানরা ভদ্রস্থ স্কোর দাঁড় করায়। তাদের রান এই জায়গায় পৌঁছে দিতে অসি বোলাররাও অবদান রাখেন। অতিরিক্ত খাতে ৩৬ রান দেন তারা। যেখানে তারা ওয়াইড বল করেন ১৭টি। তবে এই এলোমেলো বোলিংয়ের ফায়দা তুলতে পারেনি আফগানরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন গতক ল
এছাড়াও পড়ুন:
শ্রমিকদের আইনি সুরক্ষা ও জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন
সব শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। দেশে আট কোটি শ্রমজীবী মানুষ আছেন। তার মধ্যে ৮৫ শতাংশ বা ৭ কোটি শ্রমিকের আইনি সুরক্ষা নেই। শ্রমবিষয়ক সংস্কার কমিটি এই শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিতের সুপারিশ করেছে।
কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশেষ সুপারিশ করেছে কমিশন। সেগুলো হলো, শ্রম আইনে মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ ব্যবহার এবং কর্মক্ষেত্রে তুই/তুমি সম্বোধন বন্ধ করা।
আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সুপারিশ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। লক্ষ্য হলো, কোনো শ্রমিক যেন তার চেয়ে কম মজুরি না পান, তা নিশ্চিত করা। সেই সঙ্গে শ্রমিকদের নিবন্ধন থেকে শুরু করে পরিচয়পত্র দেওয়ার সুপারিশ করা হয়েছে। সাম্প্রতিক শ্রমিক আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সেসব মামলা দ্রুত প্রত্যাহার করারও কথাও বলেছে কমিশন।
শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত এবং তাঁদের দর-কষাকষি করার প্রক্রিয়া যেন আরও সহজ হয়, তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি দূর করতে ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনার আলোকে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। সেই সঙ্গে নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথা বলা হয়েছে, যে সুপারিশ অন্যান্য কমিশনও করেছে।
শ্রমিকদের কল্যাণে সর্বজনীন তহবিল করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে শ্রম আদালতসহ আপিল বিভাগের সর্বক্ষেত্রে যেন বাংলা প্রচলন করা হয়, তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষের সবার অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। গত সরকারের মন্ত্রীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার পলাতক মন্ত্রীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরপর যে সরকার ক্ষমতায় আসবে, তাদেরও নৈতিক দায়িত্ব হবে, এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে আজ সোমবার সন্ধ্যা সাতটার বিমানে কাতার যাচ্ছেন বলে জানিয়েছেন মোহাম্মদ শফিকুল আলম।
অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ১৭ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে।