শীতের শেষ ভাগে পাকিস্তানে ভালোই দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি। গতকালও বৃষ্টিতে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ৩টি ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলো। গতকাল পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আফগানিস্তানের। তাদের সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে। আর শেষ চার নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। আর সুবিধাজনক অবস্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকাও। আজ ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে (ন্যূনতম ২০৭ রানে) না হারলেই প্রোটিয়াদের শেষ চার নিশ্চিত।

ইংল্যান্ডের বিপক্ষে যে আফগানিস্তানকে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে সে তেজ দেখা যায়নি। তবে সেদিন ইব্রাহিম জাদরানের মতো স্মরণীয় ইনিংস খেলতে না পারলেও গতকাল সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই দুটি কার্যকর হাফ সেঞ্চুরি করেছেন। দু’জনের নৈপুণ্যে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৩ রান সংগ্রহ করে আফগানরা। এ লক্ষ্যের জবাব দিতে বিস্ফোরক সূচনা করে অস্ট্রেলিয়া। তবে দুরন্ত গতিতে এগিয়ে চলা ট্রাভিস হেডের অগ্রযাত্রা থামায় বৃষ্টি। হেড ঝড়ে ১২.

৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তোলার পর বৃষ্টি নামে। তখন ৪০ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন হেড। ১৯ রান নিয়ে তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। লাহোরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নামে বৃষ্টি। প্রায় আধা ঘণ্টার বৃষ্টিতে মাঠের কয়েক জায়গায় পানি জমে যায়। মাঠে সুপারসপার ছিল মাত্র একটি। ফলে অনেক চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি কর্মীরা। স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। ওয়ানডে ক্রিকেটে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগ করে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য ন্যূনতম ২০ ওভার খেলা হতে হয়। অস্ট্রেলিয়ার ইনিংস ২০ ওভার না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন একটা ভালো নয়। হালকা বৃষ্টি হলেও মাঠ খেলার উপযোগী করতে ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যায়। তাই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানের পয়েন্ট এখন ৩, অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে সেমিতে। এই গ্রুপের অপর দল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এরই মধ্যে ৩ পয়েন্ট রয়েছে। আফগানদের (-০.৯৯০) নেট রান রেটের তুলনায় প্রোটিয়াদের (২.১৪০) নেট রান রেট বেশ ভালো। তাই আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে কিংবা পরিত্যক্ত হলে তো বটেই, ন্যূনতম ২০৭ রানের ব্যবধানে পরাজিত না হলেই সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা।

সেমিতে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া পথ ছিল না আফগানদের সামনে। এমন পরিস্থিতিতে গতকাল টসে জিতে ব্যাটিং করতে নেমে আফগানদের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই জনসনের ইয়র্কারে বোল্ড হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার ইব্রাহিম জাদরান ইংল্যান্ড ম্যাচের মতো খেলতে পারেননি; ২৮ বলে ২২ রান করে লেগস্পিনার অ্যাডাম জাম্পার বলে ক্যাচ দেন। চার নম্বরে নেমে ভরসা দিতে পারেননি অভিজ্ঞ রহমত শাহও। তবে এক প্রান্তে রুখে দাঁড়ান সেদিকুল্লাহ অটল। তরুণ এ ব্যাটার চমৎকার ব্যাটিং করেন। কিন্তু আফগান ইনিংস প্রয়োজনীয় গতি পেল না অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির মন্থর ব্যাটিংয়ের জন্য। গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পজিশনে নেমে তিনি ৪৯ বলে ২০ রান করেন, যেখানে ডট বল ছিল ৩৩টি। তাই সেদিকুল্লাহ ৯৫ বলে ৮৫ রানের ইনিংসটি খেলার পরও বড় রানের জুটি তৈরি হয়নি। সেদিকুল্লাহর বিদায়ের পর হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। ১টি চার ও ৫ ছক্কায় তাঁর ৬৩ বলে ৬৭ রানের ইনিংসে আফগানরা ভদ্রস্থ স্কোর দাঁড় করায়। তাদের রান এই জায়গায় পৌঁছে দিতে অসি বোলাররাও অবদান রাখেন। অতিরিক্ত খাতে ৩৬ রান দেন তারা। যেখানে তারা ওয়াইড বল করেন ১৭টি। তবে এই এলোমেলো বোলিংয়ের ফায়দা তুলতে পারেনি আফগানরা।

উৎস: Samakal

কীওয়ার্ড: আফগ ন স ত ন গতক ল

এছাড়াও পড়ুন:

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান

সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে উপচেপড়া ভিড়। নানাভাবে তাদের সামলে রাখার চেষ্টা করছেন পুলিশ। কিছুক্ষণ পরই দেখা দেন অভিনেতা সালমান খান। তবে বাড়ির বাইরে আসেননি; ভেতর থেকে কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। 

‘বিংস সালমান খান’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে লেখা, “ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।” 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রত্যেক ঈদে ভক্তদের সামনে আসেন সালমান খান। এবারো তার ব্যত্যয় ঘটেনি। সালমানের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আগেই বাড়ির সামনের অংশে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। আর সেই বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্ত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘ওয়ান্টেড’ তারকা।

আরো পড়ুন:

মুক্তির আগেই ‘সিকান্দার’ সিনেমা ফাঁস

‘রাশমিকার সমস্যা নেই, ওর বাবারও নেই, আপনাদের সমস্যা কোথায়?’

লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা।

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি আয় করেছেন সিনেমাটি।

এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। 

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ