বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, সেমিতে অস্ট্রেলিয়া
Published: 1st, March 2025 GMT
শীতের শেষ ভাগে পাকিস্তানে ভালোই দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি। গতকালও বৃষ্টিতে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ৩টি ম্যাচ বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলো। গতকাল পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আফগানিস্তানের। তাদের সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে। আর শেষ চার নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। আর সুবিধাজনক অবস্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকাও। আজ ইংল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে (ন্যূনতম ২০৭ রানে) না হারলেই প্রোটিয়াদের শেষ চার নিশ্চিত।
ইংল্যান্ডের বিপক্ষে যে আফগানিস্তানকে দেখা গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে সে তেজ দেখা যায়নি। তবে সেদিন ইব্রাহিম জাদরানের মতো স্মরণীয় ইনিংস খেলতে না পারলেও গতকাল সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাই দুটি কার্যকর হাফ সেঞ্চুরি করেছেন। দু’জনের নৈপুণ্যে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৩ রান সংগ্রহ করে আফগানরা। এ লক্ষ্যের জবাব দিতে বিস্ফোরক সূচনা করে অস্ট্রেলিয়া। তবে দুরন্ত গতিতে এগিয়ে চলা ট্রাভিস হেডের অগ্রযাত্রা থামায় বৃষ্টি। হেড ঝড়ে ১২.
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা তেমন একটা ভালো নয়। হালকা বৃষ্টি হলেও মাঠ খেলার উপযোগী করতে ঘণ্টাখানেকের বেশি সময় লেগে যায়। তাই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফগানিস্তানের পয়েন্ট এখন ৩, অস্ট্রেলিয়া ৪ পয়েন্ট নিয়ে সেমিতে। এই গ্রুপের অপর দল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এরই মধ্যে ৩ পয়েন্ট রয়েছে। আফগানদের (-০.৯৯০) নেট রান রেটের তুলনায় প্রোটিয়াদের (২.১৪০) নেট রান রেট বেশ ভালো। তাই আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতলে কিংবা পরিত্যক্ত হলে তো বটেই, ন্যূনতম ২০৭ রানের ব্যবধানে পরাজিত না হলেই সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা।
সেমিতে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া পথ ছিল না আফগানদের সামনে। এমন পরিস্থিতিতে গতকাল টসে জিতে ব্যাটিং করতে নেমে আফগানদের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই জনসনের ইয়র্কারে বোল্ড হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার ইব্রাহিম জাদরান ইংল্যান্ড ম্যাচের মতো খেলতে পারেননি; ২৮ বলে ২২ রান করে লেগস্পিনার অ্যাডাম জাম্পার বলে ক্যাচ দেন। চার নম্বরে নেমে ভরসা দিতে পারেননি অভিজ্ঞ রহমত শাহও। তবে এক প্রান্তে রুখে দাঁড়ান সেদিকুল্লাহ অটল। তরুণ এ ব্যাটার চমৎকার ব্যাটিং করেন। কিন্তু আফগান ইনিংস প্রয়োজনীয় গতি পেল না অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির মন্থর ব্যাটিংয়ের জন্য। গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পজিশনে নেমে তিনি ৪৯ বলে ২০ রান করেন, যেখানে ডট বল ছিল ৩৩টি। তাই সেদিকুল্লাহ ৯৫ বলে ৮৫ রানের ইনিংসটি খেলার পরও বড় রানের জুটি তৈরি হয়নি। সেদিকুল্লাহর বিদায়ের পর হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। ১টি চার ও ৫ ছক্কায় তাঁর ৬৩ বলে ৬৭ রানের ইনিংসে আফগানরা ভদ্রস্থ স্কোর দাঁড় করায়। তাদের রান এই জায়গায় পৌঁছে দিতে অসি বোলাররাও অবদান রাখেন। অতিরিক্ত খাতে ৩৬ রান দেন তারা। যেখানে তারা ওয়াইড বল করেন ১৭টি। তবে এই এলোমেলো বোলিংয়ের ফায়দা তুলতে পারেনি আফগানরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: আফগ ন স ত ন গতক ল
এছাড়াও পড়ুন:
বায়ুদূষণে আজ শীর্ষে বেইজিং, পরেই ঢাকা
বিশ্বের ১৩৪টি শহরের মধ্যে আজ বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় বেইজিংয়ের স্কোর ২৪৮। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এরপরই ২২৫ স্কোর নিয়ে তালিকার ২য় স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’।
অন্যদিকে ১৯৪ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
শনিবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে বায়ুদূষণের এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা হয়েছে।
এছাড়াও ১৮২ স্কোর নিয়ে তালিকার ৪র্থ স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বায়ুর এই স্কোরকেও ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। পরেই স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। দিল্লির স্কোর ১৬৯।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘বিপজ্জনক’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।