কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাঁড়িখোলা এলাকায় 
অবরোধ করা হয়। এতে মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা পোশাক কারখানাটির মালিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের সিদ্ধান্ত জানালে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, হাঁড়িখোলা এলাকার ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের ৪ মাসের বেতন দিচ্ছেন না কর্তৃপক্ষ। বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধে নামেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদাসহ ঘটনাস্থলে যান। পরে ডেনিম কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া 
বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া খোরশেদ আলম বলেন, ‘এখন কারখানা লাভজনক পর্যায়ে থাকলেও কেন শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ, বকেয়া থাকবে কেন?’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সমকালকে জানান, বকেয়া বেতনের দাবিতে ডেনিম কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন তারা। মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। ৪০ মিনিটের মতো মহাসড়কে ছিলেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত ক অবর ধ

এছাড়াও পড়ুন:

আর্থনা সম্মেলনে শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের লাঞ্চ মিটিং

 

কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।

আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান স্পেসএক্সের মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, ইলোন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।

বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি ও বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

দুইদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।

সম্পর্কিত নিবন্ধ