হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে করা ছাত্র সংগঠনের নবগঠিত জেলা কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনেরই একাংশের সদস্যরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের একাংশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন হলেও নবগঠিত কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকারের সক্রিয় নেতাদের স্থান দেওয়া হয়েছে। এ ছাড়া কমিটি গঠন ও অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষা করা হয়নি। এ সময় তারা কেন্দ্রীয় পর্যায়ের সমন্বয়ক হাসিবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দেওয়ার অভিযোগও তোলেন।
সংগঠনের অভিযোগকারী অংশের সদস্যদের দাবি, জুলাই বিপ্লবে নিবেদিতভাবে কাজ করা প্রকৃত ত্যাগী ও লড়াকু শিক্ষার্থীদের উপেক্ষা করে পক্ষপাতমূলক একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে নিবেদিত সদস্যদের মূল্যায়ণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব। তিনি বলেন, সংগঠনের ৪০ জন সক্রিয় সদস্য এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিতর্কিত কমিটি বিলুপ্ত না করা হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং কেন্দ্রীয় সমন্বয়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় ২৬ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ শহরে ঝাড়ু মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির একাধিক সদস্য।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স গঠন র নবগঠ ত সদস য

এছাড়াও পড়ুন:

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. মিজানুর রহমান, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নিয়েছেন।

নামাজ ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেছেন সংসদ সচিবালয় মসজিদের খতিব ক্বারী আবু রায়হান। 

ঈদের জামাত শেষে মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ