বেরোবিতে শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ
Published: 28th, February 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সারাদেশের পাঁচটি কেন্দ্রে একযোগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদনকারীদের মধ্যে অন্তত ৮৭ শতাংশ অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের দুটি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৫ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে উপস্থিতি ছিল ৯০.
বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৫৬ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে উপস্থিতি ছিল ৮৪.৮১ শতাংশ।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ উত্তরাঞ্চলের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।
উপাচার্য আরও বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য প্রশাসনের উদ্যোগে বসার সুব্যবস্থা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে মাস্টার্স, মেয়াদ এক বছর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ফল–২০২৫ সেশনে ফার্মেসিতে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বিবরণ
১. কোর্সটির মেয়াদ: ১ বছর, ২ সেমিস্টার।
২. কোর্সটির প্রধান বিষয়: ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল মার্কেটিং।
৩. ক্লাস হবে: শুক্র ও শনিবার।
৪. কোর্স ফি: এক হাজার টাকা।
আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ৪ ঘণ্টা আগেভর্তির যোগ্যতা
১. কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবনে এসএসসি বা সমমান ১০ বছরের, এইচএসসি বা সমমান ২ বছরের ও ৪ বছরের গ্র্যাজুয়েশন বা সমমান হতে হবে।
২. ফার্মেসিতে গ্র্যাজুয়েট বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স অথবা সম্পর্কিত বিষয়ে সিজিপিএ (৩.০০ বা বেশি ৪.০০–এর মধ্যে) পেতে হবে।
৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
যেসব কাগজ জমা দিতে হবে
১. আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।
১. তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
২. সব পরীক্ষার সত্যায়িত সনদ।
৩. সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
৪. যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫ভর্তির বিস্তারিত তথ্য
১. আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২৫। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। শুধু বন্ধের দিন।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫, শুক্রবার।
৩. ফলাফলের তারিখ: ২১ জুলাই ২০২৫।
৪. ভর্তির সময়: ২২ থেকে ৩১ জুলাই ২০২৫।
৫. ওরিয়েন্টেশনের তারিখ: ১ আগস্ট ২০২৫।
*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট
আরও পড়ুনএসএসসি পরীক্ষা-২০২৫: ভূগোল ও পরিবেশ বিষয়ে বেশি নম্বর পাওয়ার টিপস৩ ঘণ্টা আগে