নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওহাটা বাজার এলাকার এক ব্যবসায়ীর দোকানের পাশ থেকে ককটেল-সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাজারের দোকান থেকে এসব পাওয়া যায়।
সদর থানা থেকে জানা গেছে, নওহাটা বাজারে আব্দুল বাকিদ নামে এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকেলে অভিযান চালায়। এ সময় লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেল-সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেন তারা।
ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকুও উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর একটি দল নওহাঁটা বাজার এলাকা থেকে ককটেল-সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে। এগুলো ককটেল না অন্য কিছু, তা পরীক্ষার জন্য পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলে নিষ্ক্রিয় করা হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ককট ল ব যবস য় র দ ক ন ককট ল

এছাড়াও পড়ুন:

নিজ নিজ দেশে ফিরছেন ভারত ও পাকিস্তানের নাগরিকেরা

ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ