খুলনার রূপসা উপজেলার সেনেরবাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আরিফ নামে এক মাংস বিক্রেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনায় শাহীন নামে আরেকজন মাংস বিক্রেতা আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপসা থানার ওসি মাহফুজুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, খুলনা সদরের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে আরিফ আরেক মাংস বিক্রেতা শাহীনকে সঙ্গে নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সেনেরবাজারে রুবেলের মাংসের দোকানে যান। আরিফ অনেক দিন ধরে রুবেলের কাছে পাইকারি মাংস বিক্রি করতেন। এ বাবদ রুবেলের কাছে তার আড়াই লাখ টাকা পাওনা রয়েছে।

পাওনা টাকা চাওয়া নিয়ে আরিফের সঙ্গে রুবেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুবেল ও তার সহযোগিরা চাপাতি দিয়ে কুপিয়ে আরিফ ও শাহীনকে আহত করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর আরিফকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলে হাসপাতাল ও শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে আরিফ মারা যান।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।

সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।

সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।

দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ