মালদ্বীপগামী যাত্রীর লাগেজে সাড়ে ৮ হাজার ইয়াবা
Published: 28th, February 2025 GMT
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ মালদ্বীপগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার যাত্রীবেশি এই মাদক কারবারিকে আটক করে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিমানবন্দরে ইয়াবাসহ আটক ওই যাত্রীর নাম কাজল। তিনি মালদ্বীপগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরে বহির্গমনে চেক ইন চলাকালে যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় ইয়াবার অস্তিত্ব মেলে। পরে তল্লাশি করে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিকে বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দীর্ঘদিনের না পাওয়া আলিঙ্গনে প্রিয় বন্ধুরা
ফাগুনের মিষ্টি সোনালি রোদ তখনও ছড়িয়ে পড়েনি। এর আগেই রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনের প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিনভর এ আয়োজন ছিল মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগরে অবস্থিত শতবর্ষী প্রতিষ্ঠানটিতে।
প্রতিষ্ঠার ১০৭ বছর উপলক্ষে পুনর্মিলনীতে অংশ নেওয়া ব্যক্তিদের পদচারণায় পুরো এলাকা ছিল উৎসবমুখর। বয়স-শ্রেণির সীমারেখা পেরিয়ে তারা দাপিয়ে বেড়ায় বিদ্যাপীঠ প্রাঙ্গণ। মেতে ওঠেন প্রাণের উচ্ছলতায়। শুধু এই দিনটি উপলক্ষেই পুরোনো বন্ধুকে কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা হাসি-ঠাট্টা, স্মৃতিচারণ আর আড্ডা জমিয়ে তোলেন। গল্পগুজবের সঙ্গে তোলা হয় সেলফি ও ছবি। স্মরণীয় মুহূর্তে কাছাকাছি হতেই একে অন্যকে জড়িয়ে ধরেন। প্রিয় বন্ধুকে দীর্ঘদিনের না পাওয়া আলিঙ্গনে বেঁধে রাখেন তারা।
১৯৮০ সালে প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন আলহাজ শেখ মো. আব্দুল্লাহ। তিনি তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের কর্ণধার। তিনি বলেন, ‘স্কুল ছেড়ে গিয়েছি ৪৪ বছর আগে। এটি আমার প্রাণের স্কুল; আমার ভালোবাসার ও আবেগের স্কুল। খুবই ভালো লাগছে। পুরোনো অনেক স্মৃতি আজ মনে পড়ছে।’
শেখ মো. আব্দুল্লাহ ছাড়াও এ আয়োজনে সার্বিক সহায়তা করেন সাবেক যুগ্ম সচিব তাহিয়াত হোসেন, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বেলু, শিক্ষক রবিউল আউয়াল, আশরাফুল ইসলাম নূর, ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, অধ্যাপক রওশনউজ্জামান শামীম, সাংবাদিক সৈকত সাদিক প্রমুখ।