ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসভাড়া ৭০ থেকে বাড়িয়ে ৮০ টাকার প্রতিবাদ জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এ বিষয়ে ব্যবস্থা নিতে আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভাপতি জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার বিকেলে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে গণপরিবহন নিয়ে স্থানীয় অসাধু একটি চক্র প্রতিনিয়ত তৎপর রয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সরকার ও প্রশাসনের সহায়তায় শামীম ওসমানের মাফিয়া বাহিনী নারায়ণগঞ্জের জনগণকে জিম্মি করে নির্বিঘ্নে গণবিরোধী তৎপরতা চালিয়েছে। তারা গণপরিবহনকে চাঁদা আদায়ের অন্যতম খাত বানিয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলের পর নারায়ণগঞ্জের চাঁদাবাজ চক্র পালিয়ে যায়। পরে গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনতার আন্দোলনের মুখে নন-এসি বাসের ভাড়া কিছুটা কমে আসে। কিন্তু আমরা লক্ষ করছি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের নৈরাজ্য অব্যাহত আছে। যখন ইচ্ছা তখন বিভিন্ন নামে এখানে বাস নামছে। যা ইচ্ছা ভাড়া আদায় করছে। এসব বাসের রুট পারমিট আছে কি নেই, তা নজরদারির যেমন কোনো উদ্যোগ নেই, ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও কোনো প্রশাসনিক তৎপরতা নেই। ফলে এসি বাস নিয়ে এখনো এখানে গণপরিবহন চক্র যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কার সঙ্গে যোগসাজশে, কাকে ম্যানেজ করে এসব অরাজকতা নারায়ণগঞ্জে চলছে, তা জনগণের বোধগম্য নয়।’

সরকার বদলের পর থেকে এত দিন ৭০ টাকায় বিভিন্ন নামে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাস চলেছে জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিন আগে হঠাৎ ‘ঢাকা নগর পরিবহন’ নামে একটি কোম্পানি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাস চালু করে ৮০ টাকা ভাড়া আদায় করছে। যাত্রীরা প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আরটিসির (রিজিওনাল ট্রান্সপোর্ট করপোরেশন) চেয়ারম্যান হিসেবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এসি বাসের ভাড়া নৈরাজ্য ও যাত্রী ভোগান্তি অবসানের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র ট গণপর বহন পর বহন সরক র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় শিক্ষার্থীদের ইফতার সামগ্রী দিলো ইসলামী ছাত্র আন্দোলন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ফতুল্লার শিবু মার্কেটস্থ আইসিএবি জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবীর। তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের পবিত্রতা রক্ষা এবং ইবাদতের সুযোগ বাড়াতে আমাদের এ উদ্যোগ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জুবায়ের হোসাইন। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতি বছর এ ধরনের উদ্যোগ নিয়ে থাকি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আলী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাঈদ মাহমুদ সোহাগ, প্রশিক্ষণ সম্পাদক নাইমুল ইসলাম, দাওয়াহ্ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, মুড়ি, চিনি, খেজুর, তেল, ট্যাং, খেসারির ডালসহ প্রয়োজনীয় উপকরণ। 

শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মাসদাইরে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন চায় এনসিপি
  • ১১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৭৫ জন মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা
  • রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল
  • রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল
  • ফতুল্লায় শিক্ষার্থীদের ইফতার সামগ্রী দিলো ইসলামী ছাত্র আন্দোলন
  • কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন নারীরা
  • টেকনাফে অপহৃত ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি