‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’ পেলেন চার নারী
Published: 28th, February 2025 GMT
অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন চার নারী। নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন এই কীর্তিময়ী নারীরা। তাঁরা হলেন হাজেরা বেগম, শারমিন রিমা, জাহানারা ইসলাম ও নাইমা খাতুন।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজ শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’ অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জানানো হয়। সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়া—এই চার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাঁধুনী কীর্তিমতী সম্মাননা দেওয়া হয়। ১৯ বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’ এই সম্মাননা দিয়ে আসছে।
পরিচয়–সংকটে থাকা একঝাঁক শিশুকে কাছে টেনে নিয়েছেন হাজেরা বেগম। তাদের শিক্ষা ও জীবনবোধের আলোয় স্বনির্ভর করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কীর্তিমতী হিতৈষী হাজেরার হাতে সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন ইনোভেশন ফর ওয়েল বিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মনিরা রহমান।
জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন সেক্টরের দুর্নীতি বিষয়ে প্রতিবেদন করে সাহসিকতার প্রমাণ রেখে চলেছেন সাংবাদিক শারমিন রিমা। চট্টগ্রামের কীর্তিমতী এই সাংবাদিকের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা।
কক্সবাজারের ‘সবুজ উদ্যোক্তা’ হিসেবে খ্যাত জাহানারা ইসলাম। কক্সবাজারের পার্বত্য অঞ্চলে বনায়ন ও নার্সারি সম্পর্কিত নানা কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছেন তিনি। কীর্তিমতী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পাওয়া জাহানারার হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব উইমেনস উইং হাবিবুল বাশার।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদকজয়ী, কারাতে ২য় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন। ‘এখন টিভি’র সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ কীর্তিমতী ক্রীড়াবিদ নাইমার হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন।
সম্মাননা গ্রহণের পর নিজেদের অনুভূতির কথা জানান কীর্তিমতী নারীরা। তাঁদের সবার বক্তব্যে উঠে আসে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বাধাকে জয় করে এগিয়ে যাওয়ার কথা। পরিবার ও কাছের মানুষদের সমর্থনের গুরুত্ব উল্লেখ করে তাঁরা বলেন, শুধু আইন করে নয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই মেয়েদের মুক্তি মেলে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা মো.
হাবিবুল বাশার সুমন বলেন, ‘উইমেন’স উইংয়ের দায়িত্ব পেয়ে বুঝেছি, এখানে অনেক কাজ করার জায়গা আছে। তবে যখনই মেয়েদের ক্রিকেট নিয়ে পরিকল্পনা করি, তখনই শুনতে হয় মেয়েদের ব্যাপার একটু কম করে তুলে ধরো।’ তিনি বলেন, ছেলেদের তুলনায় মেয়ে ক্রিকেটারের সংখ্যা অনেক কম। আবার সুযোগও কম পায়। এরপরও মেয়েরা এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপসহ অনেক অর্জন করেছে।
চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা বলেন, নারীদের সৃজনশীলতা শুধু অন্তরে নয়, বাইরে বের করে আনতে হবে। সেটার মাধ্যমে যখন সে সমাজ ও দেশের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে এবং কাজে লাগাতে পারে, একজন নারী তখনই সফল ও সার্থক। অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও নারী যদি সাহসী হয়, যদি চেতনায় অসম্ভব শক্তি রাখে, তাহলে সে অবশ্যই এগিয়ে যেতে পারে। কোনো বাধাই তাকে আটকে রাখতে পারে না।
মনিরা রহমান জানান, পথে–প্রান্তরে, শহরে, অনেক বাধাবিপত্তি পেরিয়ে নারীরা কাজ করছে। সমাজ যে তার কাজকে গ্রহণ করছে, মূল্য দিচ্ছে, এই সম্মাননা সেটাই প্রমাণিত করে।
তুষার আবদুল্লাহর বক্তব্যেও কর্মক্ষেত্রে নারীদের নানা সাহসিকতা ও সফলতার কথা উঠে আসে।
অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চে আহ্বান করা হয় ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০২৪’–এর নির্বাচকদের। এবারের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, সাংবাদিক মোস্তফা মামুন এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের মঞ্চে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা নিয়ে আসেন পূজা সেনগুপ্ত ও তাঁর দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। অনুষ্ঠানের শেষ অংশে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন র ক র ত মত
এছাড়াও পড়ুন:
গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চায় বিএমবিএ
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএমবিএ-এর সভাপতি মাজেদা খাতুন। এছাড়া, প্রথম সহ-সভাপতি মোঃ রিয়াদ মতিন; মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, দ্বিতীয় সহ-সভাপতি; সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ; কোষাধ্যক্ষ ইফতেখার আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও সাধারণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
সভাটি পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরনী উপস্থিত সদস্যদের কাছে উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষ জনাব ইফতেখার আলম আর্থিক বিবরনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং আলোচনা শেষে আর্থিক বিবরনীর উপর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরবর্তীতে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরনী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
বিএমবিএ-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম ২০২৪ সালের কার্যক্রম ও অর্জনের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পাশাপাশি, অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়। সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা মতামত প্রদান করেন।
সভাপতি মাজেদা খাতুন বলেন, বিএমবিএ পুঁজিবাজারের স্বার্থ ও সুরক্ষার জন্য সমস্ত স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে হবে। সভা শেষে বিএমবিএ নেতৃবৃন্দ একটি গতিশীল ও প্রাণবন্ত পুঁজিবাজার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সদস্য ও স্টেকহোল্ডারদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এসকেএস