বন্দরে ছিনতাইকারী সন্দেহে জনতা কর্তৃক বখাটে আকাশ আটক
Published: 28th, February 2025 GMT
বন্দরে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতা আকাশ (৩০) নামে বখাটেকে আটক করে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করেছে। আটককৃত আকাশ বন্দর উপজেলার শান্তিনগর এলাকার উমা হাসনার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত জলির মিয়ার ছেলে।
আটককৃতকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত সোয়া ৩টায় বন্দর থানার নাসিম ওসমান সেতুর নিচ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে নাসিম ওসমান সেতুর উপরে ও নিচে ক্রাইম জোনে পরিনত হয়েছে। প্রতিদিনেই উল্লেখিত স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারী ও চোরের দলের আক্রমনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে সাধারন জনগন। ###
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই
এছাড়াও পড়ুন:
৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জেলে আটক
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ ১৬ জেলে ও একটি ট্রলার আটক করেছে র্যাব ও কোস্ট গার্ড। অপারেশন ডেভিল হান্টের আওতায় বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে কুয়াকাটার লেম্বুর বন সংলগ্ন সাগরপথে পাচারকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়াদ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্তাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০) ও খলিল আহম্মদ (৩৯)। আটক জেলেরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা।
শুত্রবার বেলা ১২টায় কুয়াকাটার নিজামপুর কোস্ট গার্ড ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে এক বস্তা ভর্তি ১ লাখ পিস ইয়াবা এবং লেম্বুর বন থেকে পরিত্যক্ত আরও তিন বস্তা ভর্তি তিন লাখ পিসসহ মোট ৪ লাখ পিস উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রলারসহ জেলেদের আটক করা হয়। জেলেরা সবাই ইয়াবা ব্যবসায়ী। আটককৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মহিপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব ও কোস্ট গার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।