শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ
Published: 28th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
পদত্যাগ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেই পদত্যাগের কথা সামনে আনেন তিনি। পরে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের এক মাস পর গত ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর সাড়ে ৫ মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
তবে শিল্পকলার সচিবের প্রতিষ্ঠানটির মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই বলে জানিয়েছেন শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনেই তিনি বলেন, শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।
এ বিষয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো.
এম জি
উৎস: SunBD 24
কীওয়ার্ড: পদত য গপত র শ ল পকল র এক ড ম র পদত য গ
এছাড়াও পড়ুন:
রোনালদোর দল লা লিগা থেকে অবনমিত
রোনালদোর মালিকানাধীন দল রিয়াল ভায়াদোলিদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলে হেরে লা লিগা থেকে অবনমিত হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় গত সাত বছরে এটি ভায়াদোলিদের তৃতীয় অবনমন।
ভায়াদোলিদের সমর্থকদের তীব্র সমালোচনার মুখে শোনা যাচ্ছে, রোনালদো ক্লাবটি বিক্রি করার আলোচনা চালাচ্ছেন। সমর্থকদের মতে, ব্রাজিলিয়ান তারকা ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত থেকেছেন।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
বড় ধাক্কা বার্সেলোনায়
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে হেরেছে। গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৫৭।
বেটিসের বিপক্ষে এই বড় হারের মধ্য দিয়ে ভায়াদোলিদের লা লিগা অধ্যায় আপাতত শেষ হলো। এউ অস্থির মৌসুমে তারা দুইজন কোচকে বরখাস্ত করেছে। ফেব্রুয়ারিতে সাবেক ভায়াদোলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেওয়ার আগে দিয়েগো কোক্কা ও পাওলো পেজোলানোকে ছাঁটাই করা হয়। ভায়াদোলিদ ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে উভয়বারই পরের মৌসুমে শীর্ষ লা লিগায় ফিরে এসেছিল।
রুবিও ম্যাচ শেষে জানান, “অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা ঠিকভাবে কিছু করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং মর্যাদার সঙ্গে মৌসুম শেষ করতে হবে।”
ঘরের মাঠ বেনিত ভিয়ামারিয়াতে বেতিস বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে অবনমনের বাকি দুইটি স্থান এখনো নিশ্চিত হয়নি। ১৯তম স্থানে স্থানে থাকা লেগানেস বৃহস্পতিবার গিরোনার বিপক্ষে স্টপেজ টাইমে মুনির এল হাদ্দাদির গোলে ১-১ ড্র করে এক পয়েন্ট পেয়েছে। লেগানেস ১৯তম মিনিট থেকে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে। তারা এখন ১৮তম স্থানে থাকা লাস পালমাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে। অবনমন অঞ্চলের বাইরে থাকা আলাভেসের থেকে চার পয়েন্ট দূরে।
সেভিয়া ১৫তম স্থানে রয়েছে, তারা ১-০ ব্যবধানে হেরেছে অষ্টম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে। যারা ৩২তম মিনিট থেকে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে। টানা নয় ম্যাচে জয়হীন থাকার পর ওসাসুনা এখন টানা তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে সেভিয়া টানা ছয় ম্যাচে জয় পায়নি।
ঢাকা/নাভিদ