ফাইল ফটো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জেনারেশন ও দেশের প্রতি ভালোবাসা

পত্রিকা পড়ে জেনেছি, জেনারেশনের কথা। যেমন আমার দাদা-দাদি, নানা-নানি হচ্ছে বেবি বুমারস জেনারেশন। এই জেনারেশনকে বেবি বুমারা বলা হয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক মানুষ পৃথিবীতে জন্ম নেয়। আমার চাচ্চু-চাচিরা সবাই জেন-এক্স। আমার মা-বাবা হচ্ছে জেন-ওয়াই। আমার ফুফাতো এবং সব চাচাতো ভাই হচ্ছে জেন-জি। আমার দুই ভাই ও আমি জেন-আলফা। জেন-জি হচ্ছে এখন সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত জেনারেশন। কারণ তারা অন্যায় দূর করে। ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সবাই বেবি বুমারা, ১৯৬৫ থেকে ১৯৮০ সবাই জেন-এক্স, ১৯৮১ থেকে ১৯৯৬ সবাই জেন-ওয়াই, ১৯৯৭ থেকে ২০১২ সবাই জেন-জি, ২০২৫ থেকে ২০৩৯ সাল পর্যন্ত সবাই জেন-বিটা। জেন-বিটারদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা কামনা করি। তবে আমি মনে করি, মন ভালো থাকলে এবং দেশের প্রতি ভালোবাসা থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। সব জেনারেশনের যারা দেশকে ভালোবেসেছেন নিজের প্রতি দায়িত্বশীল ছিলেন সবাই নাম কুড়িয়েছেন। আমিও নাম কুড়াতে চাই, দেশকে ভালোবেসে এবং দায়িত্বশীল হয়ে। 

বয়স : ১+৩+৪ বছর; দ্বিতীয় শ্রেণি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ