বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটান ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি। ৬৭ বছর বয়সী নায়েল ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন ৪৫ বছর। অবশেষে তাঁর মুক্তি মিলেছে। বৃহস্পতিবার তাঁকে মুক্তি দেয় ইসরায়েল। 

নায়েল ৪৫ বছরের কারা জীবনের মধ্যে কারাগারে একটানা কাটে ৩৪ বছর। এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠেছে। নায়েল বারগুতি ‘আবু আল-নুর’ নামে ফিলিস্তিনি বন্দিদের মধ্যে পরিচিত। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ইসরায়েলের কারাগারে থাকা ব্যক্তিও তিনি।

রামাল্লার উত্তরে ফিলিস্তিনি গ্রাম কোবারে ১৯৫৭ সালের ২৩ অক্টোবর জন্মগ্রহণ করেন নায়েল। ফিলিস্তিনে ব্রিটিশ ও ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া ঐতিহ্যবাহী একটি পরিবারে জন্ম তাঁর। মাত্র ১০ বছর বয়সে ১৯৬৭ সালে গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বাকি অংশের পাশাপাশি নিজ গ্রামে ইসরায়েলি আগ্রাসনের সাক্ষী হয়েছিলেন তিনি। 

২০১১ সালে হামাস ‘গিলাদ শালিত’ বন্দি বিনিময়ের অংশ হিসেবে নায়েলকে মুক্ত করে এনেছিল। তবে সেই ছাড়া পাওয়া খুব বেশি দিনের জন্য হয়নি। ২০১৪ সালে তাঁকে আবার গ্রেপ্তার করে ইসরায়েল বাহিনী। 

তাঁর পরিবার বলেছে, এবার মুক্তি পেয়ে ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটাতে সম্মত হয়েছেন নায়েল। এ শর্তে ইসরায়েল তাঁকে আবার গ্রেপ্তার হওয়া থেকে মুক্ত থাকার কিছুটা স্বাধীনতা দিয়েছে। মিডল ইস্ট আই।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

বেরোবিতে শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সারাদেশের পাঁচটি কেন্দ্রে একযোগে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদনকারীদের মধ্যে অন্তত ৮৭ শতাংশ অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের দুটি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৫ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে উপস্থিতি ছিল ৯০.১৪ শতাংশ।
বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৫৬ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুই কেন্দ্রে উপস্থিতি ছিল ৮৪.৮১ শতাংশ।
বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ উত্তরাঞ্চলের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। 
উপাচার্য আরও বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য প্রশাসনের উদ্যোগে বসার সুব্যবস্থা করা হয়েছে।  শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।  

সম্পর্কিত নিবন্ধ