মেক্সিকোর অপরাধ জগতের শীর্ষ কয়েক ব্যক্তিসহ ২৯ মাদক কারবারিকে বৃহস্পতিবার প্রত্যর্পণ করা হয়েছে। এসব কারবারির মধ্যে বয়স্ক কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা কয়েক দশক ধরে কোকেন ও হেরোইন পাচারের আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। মাদক কারবারি চক্রে জড়িত কিছু তরুণকেও প্রত্যর্পণ করা হয়েছে, যাঁদের বিরুদ্ধে ফেন্টানিলের মতো ভয়ানক মাদক যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে।

হঠাৎ যুক্তরাষ্ট্রের হাতে মেক্সিকো কর্তৃপক্ষের একসঙ্গে এত বেশি মাদক কারবারিকে তুলে দেওয়াটা কিছুটা বিস্ময়কর। তবে মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে সর্বাত্মক শুল্ক আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর উত্তর আমেরিকার দেশটির এই সিদ্ধান্তের কারণ অনুমান করা যায়। আগামী ৪ মার্চ থেকে মেক্সিকোর ওপর শুল্ক কার্যকর হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকার ঘোষণা দেওয়ার আগেই এত বেশি মাদক কারবারি প্রত্যর্পণের খবরটি সবার আগে প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। পরে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এক বিবৃতিতে মেক্সিকোর ২৯ আসামিকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা নিশ্চিত করেন।

যেসব মাদক কারবারিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে, তাঁদের অন্তত দুজনকে শুক্রবার ব্রুকলিন ফেডারেল আদালত ওঠানোর কথা রয়েছে। এই দুই ব্যক্তির একজন রাফায়েল ক্যারো কুইন্টেরো। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের একজন মাদকবিরোধী এজেন্ট হত্যার জন্য যাঁদের দায়ী করা হয়, রাফায়েল তাঁদের মধে৵ একজন।  

আরও যেসব ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে, তাঁদের আরেকজন হলেন আন্তোনিও ওসেগুয়েরা সার্ভান্তেস। তিনি মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসের ভাই। নেমেসিও প্রভাবশালী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) নেতা।

এল মেনচো নামে পরিচিত নেমেসিও সম্পর্কে তথ্য দিতে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

সিজেএনজির পাশাপাশি সিনালোয়া কার্টেলকেও প্রভাবশালী মাদক কারবারি গ্যাং মনে করে ওয়াশিংটন। ফেন্টানিল সহজলভ্য হওয়ার সঙ্গে এই চক্র জড়িত বলে মনে করে যুক্তরাষ্ট্র।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বছরে গড়ে ৬৫ জন সন্দেহভাজন অপরাধীকে প্রত্যর্পণ করেছে মেক্সিকো।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘আমি আওয়াজ দিয়ে মরতে চাই’

গাজায় বসবাসকারী একজন তরুণ আলোকচিত্র সাংবাদিক হিসেবে ফাতিমা হাসোনা জানতে, মৃত্যু সবসময় তার দোরগোড়ায় কড়া নাড়ছে। যুদ্ধের গত ১৮ মাস ধরে তিনি বিমান হামলা, তার বাড়ি ধ্বংস, অবিরাম বাস্তুচ্যুতি এবং পরিবারের ১১ জন সদস্যের হত্যার কথাগুলো লিখেছেন। কিন্তু স্বজন, বাড়িঘর হারানোর পরেও তিনি চুপ হয়ে যাবেন না বলে জানিয়েছিলেন ফিলিস্তিনি এই সাংবাদিক।

ফাতিমা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “যদি মরন আসেই তাহলে আমি উঁচু আওয়াজ দিয়ে মরতে চাই। আমি কেবল ব্রেকিং নিউজ বা কোনো দলের সংখ্যা হতে চাই না, আমি এমন একটি মৃত্যু চাই যা বিশ্ব শুনবে, এমন একটি প্রভাব যা সময়ের সাথে সাথে থাকবে এবং একটি চিরন্তন চিত্র যা সময় বা স্থান দিয়ে চাপা দেওয়া যাবে না।”

আর কয়েক দিন পরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ২৫ বছর বয়সী ফাতিমার। বুধবার উত্তর গাজায় তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ফাতিমা। তার পরিবারের দশজন সদস্য নিহত হয়েছেন এই হামলায়। নিহতদের মধ্যে মধ্যে তার গর্ভবতী বোনও ছিলেন।

ফাতিমাকে হত্যার চব্বিশ ঘন্টা আগে ঘোষণা করা হয়েছিল যে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে গাজায় তারর জীবনকে কেন্দ্র করে একটি তথ্যচিত্র ফরাসি স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হবে।

ইরানি পরিচালক সেপিদেহ ফারসি নির্মিত ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ ছবিটিতে ফাতিমা ও ফারসির মধ্যে ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার অগ্নিপরীক্ষা এবং ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের গল্প বলা হয়েছে। 

ফাতিমা সেই তথ্যচিত্রে বলেছিলেন, “গাজা আমার চোখ... জ্বলন্ত ও প্রাণবন্ত হয়ে ওঠে। আমি তার হাসি, তার কান্না, তার আশা এবং তার বিষণ্ণতার ছবি তুলেছিলাম।”

ফাতিমা সম্পর্কে ফারসি বলেন, “তিনি অনেক আলোকজ্জল, অনেক প্রতিভাবান ছিলেন। ছবিটি দেখলে আপনি বুঝতে পারবেন। কয়েক ঘন্টা আগে আমি তার সাথে কথা বলেছিলাম যে ছবিটি কানে আসছে এবং তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম।”

ফ্রান্সে নির্বাসিত জীবনযাপনকারী ফারসি বলেন, ফাতিমাকে একজন ফটোসাংবাদিক হিসেবে তার বহুল প্রচারিত কাজের জন্য এবং সম্প্রতি তথ্যচিত্রে অংশগ্রহণের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে। 

সাম্প্রতিক ইতিহাসে গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘাতময় স্থান। ২০২৩ সাল থেকে ১৭০ জনেরও বেশি সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • খাল–নালায় পড়ে মৃত্যুর দায় নেয় না, তদন্তও করে না
  • ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
  • নোয়াখালীতে ১২০ মিলিমিটার বৃষ্টি 
  • নাটোরের শিশুর লাশ উদ্ধারের মামলায় পাঁচ কিশোর আটক
  • কৃষি পরিবারের বউ হয়ে এসেছিলেন, হয়েছেন দেশসেরা কৃষক
  • বীথি: পর্ব ১৭
  • কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী গদিতে আগুন জ্বালালেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
  • পাকিস্তানে কেএফসিতে হামলা-সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১৭৮
  • পাকিস্তানে কেএফসির বিরুদ্ধে বিক্ষোভে নিহত ১, গ্রেপ্তার ১৭৮
  • ‘আমি আওয়াজ দিয়ে মরতে চাই’