সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)  দুপুরে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পার্কে এ যুব সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাহিদুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে মানসুর আহমেদ সাকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং যুব সমাজ ।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ, ছাত্রসহ সবস্তরের মানুষ অংশগ্ৰহণ করেছিলেন।এ দেশের মানুষ ভালো নেতার নেতৃত্ব দেখতে চায়। তরুন যুবকদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। এজন্য যুব সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা সোহেল প্রধান, থানা উত্তরের সভাপতি মুহা ইসমাঈল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা-এর দ্বীনি সংগঠনের ছদর মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি এইচ এম ইয়াসিন আরাফাত, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহা আমির হামজা সহ থানা ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃত্ব বৃন্দ। 

প্রধান অতিথি সম্মেলনে তার বক্তব্য শেষে ২০২৩-২৪ সেশনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করেন।

এতে মুহাম্মাদ সাহিদুর রহমানকে সভাপতি হাফেজ মাহদী হাসানকে সহ-সভাপতি মোমেন আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মুহা.

হাসানুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক শরীফ হুসাইন, দফতর সম্পাদক আব্দুর রহিম শাওন, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম, দাওয়াহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাহদি হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোমেন ইসলাম, ত্রান সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক রাসেল, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, সংখ্যালঘু ও নৃ গোষ্ঠী বিষয়ক সম্পাদক জুয়েল, উপ সম্পাদক মাসুম বিল্লাহ, উপ সম্পাদক আরিফ ও প্রচার সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত ছ ল ন ইসল ম স দ ধ রগঞ জ থ ন

এছাড়াও পড়ুন:

পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।  

আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।  

আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'

গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'

চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩১ মার্চ ২০২৫)
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন
  • একঝলক (৩০ মার্চ ২০২৫)
  • ওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ মার্চ ২০২৫)
  • ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন ‘ইয়েল বিশ্ব ফেলোশিপ’
  • একঝলক (২৯ মার্চ ২০২৫)
  • পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ মার্চ ২০২৫)
  • প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৮৩ হাজার