মালয়েশিয়া, ওমানসহ কয়েকটি দেশে পবিত্র রমজানের তারিখ ঘোষণা
Published: 28th, February 2025 GMT
মালয়েশিয়া, জাপান, ব্রুনেই ও ফিলিপাইনে আগামী রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ শুক্রবার দেশগুলোর সরকার এ ঘোষণা দিয়েছে। এ ছাড়া আগামীকাল শনিবার থেকে অস্ট্রেলিয়া ও ওমানে রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে দেশটির সররকার।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজানের চাঁদ দেখার আয়োজন চলছে। চাঁদ দেখা গেলে সেখানে আগামীকাল থেকে রোজা শুরু হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সৌদি আরবে এখনো চাঁদ দেখা যায়নি। আজ চাঁদ না দেখা গেলে দেশটিতে রোববার থেকে রমজান শুরু হবে।
বাসসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে আগামীকাল পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ছয়টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জীবনের অন্য রকম সময় কাটছে স্বাগতার
বছরখানেক আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের ১৩ মাসের শেষে স্বাগতা জানালেন, তিনি মা হতে যাচ্ছেন। আজ শুক্রবার প্রথম আলোকে স্বাগতা বললেন, চিকিৎসক জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে তিনি মা হবেন।
স্বামী হাসান আজাদের সঙ্গে অভিনয়শিল্পী জিনাত সানু স্বাগতা