বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম দেশটির অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। 

এর আগে ডলি ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ডেমোক্র্যাট।

ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি পরিবারের সঙ্গে শৈশবে কানাডায় পাড়ি জমান ও স্কারবরোতে স্থায়ী হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনীতিতে আসার আগে ডলি প্রদেশব্যাপী কিপ হাইড্রো পাবলিক প্রচারণার প্রধান সমন্বয়ক ছিলেন, যা সফলভাবে টরন্টো হাইড্রো এবং ওয়াসাগা ডিস্ট্রিবিউশনের বেসরকারীকরণ বন্ধ করে দেন। তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশনের সাবেক কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের ভাইস-চেয়ার, যেখানে তিনি স্কারবোরোর মানুষের জীবনকে আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করেছেন। 

টরন্টোর স্থানীয় বাসিন্দারা জানান, নতুন আসা অভিবাসী ও কমিউনিটির প্রতি আন্তরিকতাই ডলিকে এমন সাফল্য এনে দিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: টরন ট

এছাড়াও পড়ুন:

তিন উপদেষ্টার বৈঠকেও খোলেনি জট

মালিকানা জটিলতায় বন্ধ রয়েছে ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণের কাজ। বিষয়টি নিয়ে তিন উপদেষ্টা বৈঠক করলেও খোলেনি জট। সূত্রের দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের নেওয়া প্রকল্প বলে নির্মাণে অনাগ্রহ দেখাচ্ছে সরকার।
জানা যায়, রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাম্পান পর্যন্ত জমি দখলমুক্ত করে প্রায় ২৪ কোটি টাকার ‘নজরুল সরোবর’ নির্মাণের প্রকল্প নিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। কিন্তু গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থমকে যায় কাজ। প্রকল্পের নাম বদলে ‘বিদ্রোহী চত্বর’ করা হলেও এক উপদেষ্টা বেঁকে বসেছেন।
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী সমকালকে বলেন, ‘বিদ্রোহী চত্বরের দরপত্র ও ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরুও হয়েছিল। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চত্বরের মালিকানা জটিলতায় আটকে আছে নির্মাণকাজ।’
তিনি বলেন, ‘সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত, স্থানীয় সরকার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তিন উপদেষ্টাকে নিয়ে বৈঠক করেছি আমি। আশা করি, এক-দেড় মাসের মধ্যে বিদ্রোহী চত্বরের নির্মাণকাজ শুরু হবে।’

গত বছরের ২৬ মে রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি লেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন নজরুল সরোবর প্রকল্পের নির্মাণকাজ। ডিএসসিসির অর্থায়নে ২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৫০ দশমিক ৯৬ কাঠা জমি নির্ধারণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে এ প্রকল্পের নকশায় বিনোদন ও অবসর সময় কাটানোর সুযোগ-সুবিধা রাখা হয়। চত্বরে উন্মুক্ত বিনোদন মঞ্চে একটি ঘাটলা, উন্মুক্ত মিলনায়তন, হাঁটার পথ, গণপরিসর, রেস্তোরাঁ ও বসার স্থান রাখা হয়। পুরো এলাকা দৃষ্টিনন্দন বাতি দিয়ে সজ্জিত ও চত্বরে সবুজের সমারোহ রাখার পরিকল্পনা করা হয়। নকশায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিময় মুহূর্ত এবং সাহিত্য কর্মসংবলিত ফলক। সেখান থেকে সব সময় তাদের ভাষণ, বক্তব্য, কবিতা ও সাহিত্যকর্ম প্রচারের পরিকল্পনা ছিল। কিন্তু আওয়ামী লীগের পতনে সব ভেস্তে গেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিদ্রোহী চত্বরের জমির মালিকানা দাবি করে সাইনবোর্ড দিয়েছে। পরে নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৮ নভেম্বর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ডিএসসিসির সাবেক প্রশাসক নজরুল ইসলাম ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বৈঠকে বসেন।
বৈঠকে কবি নজরুলের বিদ্রোহী চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনাকে এক করে প্রকল্পের নাম ও নকশায় কিছু পরিবর্তন এনে ‘বিদ্রোহী চত্বর’ (রিবেল স্কয়ার) করার সিদ্ধান্ত হয়। তবে প্রকল্পের আর কোনো অগ্রগতি হয়নি।
ডিএসসিসির প্রধান নির্বাহী জিল্লুর রহমান বলেন, ‘বিদ্রোহী চত্বরের কাজ আমরা দ্রুত করতে চাই। উপদেষ্টাদের নিয়ে একটি সভা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে গণপূর্তের ক্লিয়ারেন্স লাগবে। এ জন্য একটি চিঠি প্রস্তুত করা হয়েছে।’
ঢাকা গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী এস এম সানাউল্লাহ বলেন, ‘জমির মালিক গণপূর্ত। এখন পর্যন্ত এটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর না হওয়ায় সাইনবোর্ড টানানো হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ