বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা সামনে আনেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর সাড়ে পাঁচ মাস পর পদ ছাড়লেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’–এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্যব্যক্তিত্ব।

তবে মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণের এখতিয়ার নেই। শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনে বলেন, “শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।”

ঢাকা/রায়হান/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গপত র জ ম ল আহম দ শ ল পকল র অন ষ ঠ ন এক ড ম র পদত য গ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।
 

সম্পর্কিত নিবন্ধ