আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তাতে সমালোচনার মুখে অধিকায়ত্ব ছাড়লেন জস বাটলার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। করাচিতে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু হয় ইংল্যান্ডের। পরের ম্যাচে আফগানদের বিপক্ষে সবচেয়ে বড় ধাক্ষা খায় দলটি। বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে।

আরো পড়ুন:

চার ভেন্যুতে ৩৪ ম‌্যাচের পিএসএল হবে ৩৮ দিনে

সালমা জেতালেন মোহামেডানকে, গুলশানের প্রথম হার

ভারতীয় দৈনিক এক ইনডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানদের বিপক্ষে হারের পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন বাটলার।

ইংল্যান্ডকে ৪৩টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাটলার। ১৮ ম্যাচে জয় পেয়েছেন আর হেরেছেন ২৫টিতে। আর ৫১টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২৬টিত, হেরেছেন ২২ টিতে। 

ঢাকা/রিয়াদ/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রচারে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ মহালে সোনালী টকিজ সিনেমা হলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে বরবাদ সিনেমা চলছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার শোতে বিভিন্ন এলাকার দর্শক আসেন। সাড়ে ৭টা পর্যন্ত সিনেমা ঠিকঠাক চললেও এরপর যান্ত্রিক ত্রুটির কারণে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। ৩০ মিনিট সময় নিয়েও সাউন্ড সিস্টেম ঠিক না হওয়ায় ক্ষুব্ধ হন দর্শকরা। পরে হামলা চালিয়ে সিনেমা হলের চেয়ার, বেঞ্চ ভাঙচুর করে।  পাশাপাশি সিনেমা হলের পোস্টার ছিড়ে নিচের কক্ষে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় একদল যুবক বিক্ষুব্ধদের ধাওয়া দিলে সিনেমা হল এলাকা ত্যাগ করেন তারা। 

এ প্রসঙ্গে বিক্ষুব্ধ দর্শকরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালায়। 

এ বিষয়ে জানতে সিনেমা হল পরিচালনাকারী হারুনুর রশিদকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে, হারুনুর রশিদের ছেলে লিমন জানান, তার বাবা অসুস্থ হয়ে পড়ায় বাসায় চলে গেছেন। 

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, “সিনেমা চলার সময় সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে না পারায় কর্তৃপক্ষ বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়। কিন্তু বাইরে কলাপসিবল গেটে তালা দেখে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।”

ঢাকা/মিলন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ