ডিপিএলের প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ
Published: 28th, February 2025 GMT
আগামী ৩ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম পাঁচ রাউন্ডের সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন ও চার নম্বর মাঠ।
প্রথমদিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাব খেলবে। একই সময়ে বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
ডিপিএল সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। মিরপুরের ম্যাচগুলো দেখা যাবে তাদের টেলিভিশন চ্যানেলে, আর বিকেএসপির ম্যাচগুলো সম্প্রচার করা হবে টি-স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে। আসর সামনে রেখে মিরপুরে ক্রিকেটারদের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল
এছাড়াও পড়ুন:
মৌসুমের শেষ নিলামে আড়াই কোটি টাকার চা বিক্রি
দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছিল।
বুধবার (২৩ এপ্রিল) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চায়ের নিলাম বসে। নিলামে এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগান, সিলেটের লক্কাতুড়া চা বাগান ও পঞ্চগড়েরও কয়েকটি বাগানের চা তোলা হয়।
নিলামে সিলেটের লক্কাতুড়া চা বাগানের ইয়ং হাইসং টি সর্বোচ্চ দরে বিক্রি হয়। এই চা প্রতিকেজি ১৮৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।
টি ব্রোকার্স এসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, “২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলাম আজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যে কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি। ভাল ভাল অনেক বাগানের পাতা আজ নিলামে উঠেছিল।”