এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব
Published: 28th, February 2025 GMT
আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। পাঁচ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল—বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্স দলের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল, যেখানে দলে রয়েছেন তামিম ইকবাল, নাদিফ চৌধুরী, ধীমান ঘোষ এবং জুবায়ের হোসেন লিখনের মতো ক্রিকেটাররা। অন্যদিকে, এশিয়ান স্টার্সের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
প্রাথমিকভাবে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত এশিয়ান স্টার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। তার সতীর্থ হিসেবে থাকবেন দিলশান মুনাবীরা, কেদার যাদব, সৌরভ তিওয়ারি, হামিদ হাসান, সেকুগে প্রসন্ন ও শিহান জয়সুরিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
১০ মার্চ উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স। এছাড়া, ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
View this post on InstagramA post shared by Sportskeeda Cricket (@sportskeedacricket)
এশিয়ান স্টার্স স্কোয়াড: সাকিব আল হাসান, দিলশান মুনাবীরা, সৌরভ তিওয়ারি, লাহিরু থিরিমান্নে, মেহেরান খান, কেদার যাদব, শিহান জয়সুরিয়া, আয়ান খান, মাহবুব আলম, শাহবাজ নাদীম, সেকুগে প্রসন্ন, পারভিন্দর আওয়ানা, হাসতি গুল, হামিদ হাসান, অভিমন্যু মিঠুন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন
এছাড়াও পড়ুন:
বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও তাঁর স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিজিবির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। যে ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত ও ক্রেডিট কার্ড।
আরিফ খান জয় ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাঁর স্ত্রী সোনিয়া আরিফ, ছেলে খান জিনদিন ইয়াজিদ ও মেয়ে উম্মে সাওদা খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, আরিফ খান জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আদালত শুনানি নিয়ে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
মোনেমের এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
বেসরকারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈন উদ্দিন মোনেম ও পদ্মা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাব্বির মোহাম্মদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক হুজ্জত উল্লাহর বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।