রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল একজন রিকশাচালককে জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পায়ের জুতা খুলে রিকশাচালককে পিটিয়েও তার ক্ষোভ মেটেনি। গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে তিনি ওই রিকশাচালককে লাঠিপেটাও করেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঘটনার সিসি টিভি ফুটেজ ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঘটনা গত ২ ফেব্রুয়ারি দুপুরের।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি রিকশায় চড়ে জাহিদ হাসান বাসার সামনে নামেন এবং ৩০ টাকা ভাড়া দেন। তখন ওই রিকশাচালক তাকে বলেন, ‘‘বলে উঠবেন’’ (ভাড়া ঠিক করে)। এসময় জাহিদ হাসান বলেন, ‘‘বলে উঠবোনি, কিন্তু ভাড়া ৩০ টাকার বেশি কেউ চায় না।’’ এসময় রিকশাচালক কিছু একটা বলেন। তখন পেছনে ঘুরে এসে জাহিদ হাসান বলেন, ‘‘.

..আরেকবার বলতেছো কেন? আরেকবার বল।’’ এরপরই তিনি পায়ের জুতা খুলে রিকশাচালকের মাথায় ও গালে মারতে থাকেন। হতবিহ্বল চালক রিকশার ওপরেই বসে থাকেন।

জাহিদ হাসান এসময় জুতা পরে নিয়ে পাশেই রাখা তার প্রাইভেটকারের দিকে যান। গাড়ির ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশাচালককে মারতে থাকেন। কয়েকটি আঘাত রিকশায় লাগে। 

এসময় তিনি বলতে থাকেন, ‘‘আগা, আগা” (চলে যা)। তখন রিকশাচালক রিকশা নিয়ে দ্রুত চলে যান।

বিষয়টি নিয়ে কথা বলতে শুক্রবার দিনভর সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি। তবে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জাহিদ হাসান নিজের বক্তব্য তুলে ধরেন।

জাহিদ হাসান লেখেন, ‘‘আমি জাজেস কোয়ার্টার ফাল্গুনির তিনতলায় থাকি। রাজশাহীর লক্ষ্মীপুর থেকে বাসায় গেটে এসে ৩০ টাকা ভাড়া দিয়েছি। সে আরও ১০০ টাকা লুঙ্গি কিনতে চায়। আমি তাকে নাই বলে নিষেধ করি। সে বার বার বলে। শেষে ভাড়া দিয়ে নেমে আসার সময় আমাকে ছোট ছোট করে লাট সাহেব বলে গালি দিলে আমি পরবর্তী ঘটনা ঘটাই। আমি অত্যন্ত অন্যায় করেছি। পরবর্তীতে আমি রিকশায় বেত দিয়ে আঘাত করি। তারপরও সে ভয় পাই নাই।”

জাহিদ হাসানের স্ত্রী রাজশাহীর একজন বিচারক। নগরের রাজপাড়া থানা এলাকার ওই কোয়ার্টারে বিচারকেরা পরিবারসহ থাকেন। ওই ঘটনার ফুটেজ একজন বিচারক তার ব্যক্তিগত সিসি ক্যামেরা থেকে ফাঁস করেছেন বলে জাহিদ হাসান দাবি করেন। 

তিনি লেখেন, “ঘটনার ফুটেজ ওই বিচারক সমাজসেবা অধিদপ্তরকে দিয়েছিলেন। কিন্তু বিষয়টি ব্যক্তিগত ইস্যু বলে ‘ডিপার্টমেন্ট’ এগোয়নি। ওই বিচারক এটি ভাইরাল করেন।”

বিষয়টি নিয়ে কথা বলতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আরাফাত আমিন আজিজ বলেন, ‘‘বিষয়টা অবশ্যই দুঃখজনক। সমাজসেবা অফিস অন্য ডিপার্টমেন্টে। তারপরও বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারা যেভাবে চিন্তা করে সেভাবে করবে।’’

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ রকম কোনো বিষয় তার জানা নেই। রিকশাচালক কোনো অভিযোগ করেননি।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন বলেন, ‘‘ভিডিওটা একটু আগেই দেখলাম। বিষয়টা নিয়ে জাহিদ হাসানের সঙ্গে কথা বলতে হবে। এখনও কথা বলিনি।” 

এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘‘দেখি, আগে কথা বলি। আমাদের বিভাগীয় পরিচালক স্যারও আছেন। আলাপ করে দেখি।’’

ঢাকা/কেয়া/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ব ষয়ট ঘটন র

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সুফী শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হন আরো তিনজন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের লাকির মোড়ে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর ইদুর সঙ্গে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস আলী। এসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ চারজনকে কুপিয়ে আহত করেন ইদ্রিস আলী। আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুফী শেখকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১২ দিকে সুফী শেখ মারা যান।

আরো পড়ুন:

মেজর সিনহা স্মরণে স্মৃতিফলক উন্মোচন

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, “ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঘোড়াঘাটে মাজারে ভাঙচুর-আগুন তৌহিদি জনতার
  • রমজানকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ শহরে জামায়াতের মিছিল
  • “গত ষোল বছর জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না”  
  • ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩
  • সোনারগাঁয়ে শ্রমিক অপহরণ করে মারধর, মুক্তিপণ আদায়
  • বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ নিতে চায় চীন
  • পার্বত্য উপদেষ্টার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, সহযোগিতার আশ্বাস
  • খুলনায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
  • প্রতিবন্ধী শিশুরা বোঝা নয়, সমাজের অবিচ্ছেদ্য অংশ : ডিসি জাহিদুল