সৌরবিদ্যুতে চলা ল্যাপটপ আনতে যাচ্ছে লেনোভো। আগামী ৩ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপ উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য পর্যালোচন করে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক এভান ব্লাস। শুধু তা–ই নয়, খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) সৌরবিদ্যুতে চলা ল্যাপটপটির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি লেনোভো।

এভান ব্লাসের তথ্য মতে, লেনোভো ইয়োগা সিরিজের নতুন এই ল্যাপটপের মূল আকর্ষণ হচ্ছে সোলার প্যানেলযুক্ত ঢাকনা। এর ফলে ব্যবহারের সময় এবং বন্ধ অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে পারে ল্যাপটপটির ব্যাটারি। তবে, সৌর প্যানেলের মাধ্যমে ল্যাপটপটির ব্যাটারি পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

বিভিন্ন সময়ে স্মার্টফোন বা বিভিন্ন প্রযুক্তি পণ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে ধারণা করা হচ্ছে, লেনোভো এবার এ ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবে। তবে ল্যাপটপটি কনসেপ্ট ডিভাইস হওয়ায় বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।

গত কয়েক বছরে বড় বড় প্রযুক্তি প্রদর্শনীতে একের পর এক কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছে লেনোভো। এর মধ্যে মোড়ানো পর্দার (রোলেবল ডিসপ্লে) ল্যাপটপ ও স্মার্টফোনসহ টু-ওয়ে স্যাটেলাইট সংযোগ সুবিধাসম্পন্ন স্মার্টফোন উল্লেখযোগ্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল য পটপ

এছাড়াও পড়ুন:

দেশজুড়ে ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

দেশের ৪ জেলা এবং ৩ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল রবিবার কয়েকটি জেলায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হয়েছে। কিছু এলাকায় অপরিবর্তিত ছিল। আজ পবিত্র ঈদুল ফিতরের দিনেও গতকালের মতো তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে। তবে আজ তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কোনো পূর্বাভাস নেই।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, গতকাল রবিবার দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবারের (৩১ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবারের (১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

ঢাকা/হাসান//

সম্পর্কিত নিবন্ধ