উত্তরখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু
Published: 28th, February 2025 GMT
রাজধানীর উত্তরখানের গোবিন্দপুরে আজ শুক্রবার সকালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিম ইসলাম ওরফে মুগ্ধ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উত্তরার মাস্টারমাইন্ড স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে মুস্তাকিমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরখানের গোবিন্দপুর সড়কের পাশে একটি দোকানের শাটারের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় সে ছিটকে পড়ে আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আশরাফুল আলম বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মুস্তাকিমের মৃতদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর খবর পেয়ে মুস্তাকিমের বাবা ফিরোজ আল মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকালে তাঁর ছেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে খবর পান সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। উত্তরার বেসরকারি কুয়েত মৈত্রী হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুস্তাকিম মা-বাবার সঙ্গে দক্ষিণখানের চালাবন এলাকায় থাকত। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাতপাড়া গ্রামে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদ্যাপন
ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যালামনাইয়ের উদ্যোগে ইউনিভার্সিটির কালচারাল ক্লাব ও ফটোগ্রাফি ক্লাব যৌথভাবে এই আয়োজন করে। রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসে বর্ষবরণ আয়োজনে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সংগীতানুষ্ঠান ও বৈশাখী মেলা। শিক্ষার্থীরা আবহমান বাংলার নানা পণ্য ও খাবারের পসরা সাজিয়েছিল এই মেলায়। অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেন ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান রীতিকা ও তাসনিম সারাহ।
বর্ষবরণ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন ফ্যাকাল্টি মেম্বার মাসিয়াত প্রাপ্তি, শিক্ষার্থী এড্রিয়েন হেনরি রডরিকেস এবং অনভব অগাস্টিন পালমা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাক্টিং ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিজয় প্রসাদ বড়ুয়া পিএইচডি, প্রভোস্ট চ্যান জো জিম, ডিন প্রফেসর গোলাম আহমেদ ফারুকী পিএইচডি। এ ছাড়া ইউনিভার্সিটি কালচারাল
ক্লাবের অ্যাডভাইজার ফাবিহা তানজিম, প্রেসিডেন্ট এরিক আলম খান, ভাইস প্রেসিডেন্ট রায়া সিরাজী,সেক্রেটারি লামহা মাসিয়াত ভুঁইয়া, পাবলিসিটি সেক্রেটারি আজরা সাদিয়া, অর্গানাইজিং সেক্রেটারিওয়ারিশা খান, ফটোগ্রাফি ক্লাবের এডভাইজার আকিব হক এবং প্রেসিডেন্ট নাবা আলী আয়শা উপস্থিত ছিলেন।