পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ সব কটি পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সভাপতি পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আইনজীবী মো. শরীফ সালাহউদ্দিন বিজয়ী হয়েছেন।  

গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো.

মোহসীন উদ্দিন। নির্বাচনে জামায়াত–সমর্থিত প্যানেলের প্রার্থীরা কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি। তাঁরা ভোটের ফলাফল বর্জন করেছেন।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি পদে ২২১ ভোট পেয়ে হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসান পেয়েছেন ১৩৭ ভোট। সহসভাপতি পদে ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত মিজানুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী মজিবুর রহমান পেয়েছেন ১২৮ ভোট। সহসাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত হুমায়ন কবির। একই পদে বিএনপি-সমর্থিত আশিকুর রহমান ১৬২ পেলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। এ দুই প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী মো. আনোয়ার হোসাইন পেয়েছেন ১৩২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে বিএনপি-সমর্থিত আরিফুর রহমান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত মো. আবু সাইদ খান পেয়েছেন ১০৩ ভোট। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-সমর্থিত মজিবুল হক বিশ্বাস লাইব্রেরি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

এদিকে জামায়াত–সমর্থিত এবং সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে না দেওয়া এবং বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিতে প্রভাবিত করার অভিযোগে ফলাফল বর্জন করেছেন জামায়াত-সমর্থিত প্রার্থীরা। গতকাল রাতে জেলা জামায়াতের আমির আইনজীবী মো. নাজমুল আহসান সংবাদ সম্মেলন করে ভোটের ফলাফল বর্জনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, জেলা আইনজীবী নির্বাচনকে ঘিরে হামলা, মামলা এবং উচ্চ আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত এবং স্থগিতাদেশ বাতিলের ঘটনাও ঘটে। এ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কোনো প্রার্থী অংশ নেননি বলে জানা গেছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ম য় ত সমর থ ত প সমর থ ত প র র থ র রহম ন আইনজ ব হয় ছ ন ব এনপ ফল ফল

এছাড়াও পড়ুন:

অধিকাংশ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের জয়

জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয় লাভ করেছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপি ও দুটি পদে জামায়াতপন্থী এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে রাত একটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবদুল বারী। নির্বাচনে ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের গোলাম নবী (বিএনপিপন্থী) ১৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামীপন্থী) প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্যানেল ছিল না।
অন্যদিকে ১৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেলের রিশাদ রেজওয়ান (বিএনপিপন্থী)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এককভাবে স্বতন্ত্র প্রার্থী শামসুজ্জোহা ইসমাইল (আওয়ামীপন্থী) পেয়েছেন ১২২ ভোট।

বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল থেকে নির্বাচিত বাকিরা হলেন সহসভাপতি পদে আবদুল আওয়াল (জামায়াতপন্থী) ও জামিল হাসান; সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মতি ও মোবারক হোসেন; অডিটর শফিকুল ইসলাম; পাঠাগার ও সাহিত্যবিষয়ক সম্পাদক শামীমা তাসনিম; ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। সেই সঙ্গে নির্বাহী কমিটির সদস্য পদে শাহাজাদা মিয়া, আল আমীন, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মাহমুদা আক্তার ওরফে স্বপ্না, আছিমুল ইসলাম (জামায়াতপন্থী) ও আজাদী হাসান ওরফে মামুন (গণতন্ত্র মঞ্চ) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবদুল বারী ফলাফল ঘোষণার সময় গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জেলা আইনজীবী সমিতির ৪২৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৮ জন। ১৫টি পদে দুটি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ১৫টি পদেই বিএনপি সমর্থিত প্যানেলে বিজয়ী 
  • মানিকগঞ্জ আইনজীবী সমিতির সব পদেই বিএনপি–সমর্থিত প্রার্থীদের জয়
  • হাসিনার গাড়িবহরে হামলা: খালাস পেলেন বিএনপি নেতা হাবিব
  • হাইকোর্টের রায়ে খালাস পেলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল
  • উচ্চ আদালতে খালাস পেলেন বিএনপি নেতা হাবিব, সাতক্ষীরায় আনন্দমিছিল
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ
  • বেক্সিমকো গ্রুপের ঋণের বিষয়ে রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষ, রায় ১২ মার্চ
  • অধিকাংশ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের জয়
  • কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক শাতিল