সেদিকুল্লাহ-ওমরজাইয়ের ব্যাটে চ্যালেঞ্জ ছুড়ল আফগানিস্তান
Published: 28th, February 2025 GMT
রহমানুল্লাহ গুরবাজের পতনে শুরু হয়েছিল আফগানদের ইনিংস। এক প্রান্ত আগলে রেখে সেদিকুল্লাহ আটাল ভিত গড়ে দেন। সেই ভিতের ওপর দাঁড়িয়ে আজমতুল্লাহ ওমরজাইয়ের দারুণ ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফগানিস্তান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আফগানিস্তান ২৭৩ রান করেছে।
৬৩ বলে ৬৭ রান করে ওমরজাই আউট হন ইনিংসের শেষ ওভারে। ১টি চার ও ৫টি ছক্কায় ইনিংস সাজান এই অলরাউন্ডার। নূর আহমেদের সঙ্গে মাত্র ২৫ বলে ৩৭ রানের জুটি আফগানদের চ্যালেঞ্জিং পুঁজি গড়তে সহায়তা করে। এতে নূরের অবদান ৮ বলে মাত্র ৭।
২০২৩ বিশ্বকাপ থেকে দারুণ ফর্মে আছেন ওমরজাই। ২৩ ইনিংসে ৫৬ গড়ে ৮৯৬ রান করেছেন এই ক্রিকেটার। সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ সেঞ্চুরি করেছেন ৭টি।
আজ আফগানদের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান আসে সেদিকুল্লাহর ব্যাট থেকে। ৯৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান সেদিকুল্লাহ। দল যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল, সেদিকুল্লাহ ইনিংস গড়ায় মনোযোগ দেন।
গুরবাজ রানের খাতাই খুলতে পারেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইবরাহিম জাদরান ২২ রান করে ফেরেন। এছাড়া, অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি ২০ ও রশিদ খান ১৯ রান করেন।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বেন ডোয়ার্শুইস। দুটি করে উইকেট নেন স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা।
এই ম্যাচে হাত খুলে অতিরিক্ত রান দিয়েছে অস্ট্রেলিয়া। ৩৭টি অতিরিক্ত রান দিয়েছে স্টিভেন স্মিথের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৪২ রান দেয় ভারত। এছাড়া অজিদের ৩৬ রান দেওয়ার রেকর্ডও আছে।
ঢাকা/রিয়াদ/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওমরজ ই র ন কর আফগ ন
এছাড়াও পড়ুন:
টেন্ডুলকারের চোখে আফগানিস্তানের জয় আর অঘটন নয়
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দাপুটে জয় সেটাই প্রমাণ করে। এই জয়ে মুগ্ধ হয়ে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার আফগানদের প্রশংসায় ভাসিয়েছেন।
বুধবার অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৩২৫/৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ইব্রাহিম জাদরান ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন, যা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ইংল্যান্ডের জয়ের আশা জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির পরও ফিকে হয়ে যায় আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী বোলিংয়ে। ৫ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান।
আফগানদের এই উত্থানে মুগ্ধ হয়ে টেন্ডুলকার এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উন্নতি অনুপ্রেরণাদায়ক! এখন আর তাদের জয়কে অঘটন বলা যায় না, তারা এটি অভ্যাসে পরিণত করেছে।’
শুধু দল নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইকেও প্রশংসা করেছেন টেন্ডুলকার। তার প্রশংসার জবাবে প্লেয়ার অব দ্য ম্যাচ ইব্রাহিম জাদরান লেখেন, ‘যিনি গোটা বিশ্বের প্রজন্মকে ব্যাট হাতে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের!’