Samakal:
2025-04-22@12:39:10 GMT

শর্ত মেনে বিয়ের অন্যরকম গল্প

Published: 28th, February 2025 GMT

শর্ত মেনে বিয়ের অন্যরকম গল্প

রৌদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষে কয়েকটি চাকরি পাওয়ার পরও যোগদান করেনি, কারণ সে মনে করে তার চেয়ে অন্য প্রার্থীদের চাকরির বেশি প্রয়োজন। অন্যদিকে ভাবনা শিল্পপতি বাবার সন্তান। তারমধ্যে বড়লোকসুলভ কোনো আচরণ নেই। লেখাপড়া শেষ করে সে তার বাবার কোম্পানি দেখাশোনা করছে। একদিন রৌদ্র এই অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে। তার চাকরি হয়েও যায় কিন্তু চাকরিতে যোগদান করার আগে কোম্পানিকে কিছু শর্ত দেয়।

রৌদ্রের কথায় মুগ্ধ হয়ে ভাবনা সব শর্ত মেনে নেয় এবং তাকে নিয়োগ দেয়। একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জন দু’জনকে ভালোবেসে ফেলে। ভাবনা রৌদ্রকে বিয়ের প্রস্তাব দিলে রৌদ্র আবারও কিছু শর্ত দেয়। শর্ত মেনেই দু’জনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও নিজেকে বদলাতে পারে না রৌদ্র। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ফলে ভাবনা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রৌদ্রও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে ভাবে ভাবনাকে নিয়ে যে শহরে শত শত ফুল ফোটাতে চেয়েছিল সেই শহর ঘুমিয়ে গেছে। রৌদ্র নিজেও শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হতে থাকে, আদৌ কি শহরের ঘুম ভাঙবে? এমন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] নাটক ‘ঘুম ভাঙা শহরে’। 

রেজাউর রহমান ইজাজের রচনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। অভিনয় করেছেন তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, মিলি বাশার, বিমল ব্যানার্জি, দিলু মজুমদার, বিন্দু রোজারিও, শামস আরেফিন ও আরাফাত। নাটকটি প্রচার হবে আগামীকাল ১ মার্চ, শনিবার রাত ৯টায়।  
 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাউবিতে এলএলবি অনার্স কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনে এলএলবি (অনার্স) প্রোগ্রামে ভর্তির আবেদনের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। এ কোর্সের মেয়াদ চার বছর। প্রোগ্রামটি সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য ২৪টি ক্লাস প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

ন্যূনতম যোগ্যতা—

১. আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় আলাদাভাবে ডিভিশন পদ্ধতিতে ৫০ শতাংশ নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে ৩.৫০ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।

২. সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

কোর্সের বৈশিষ্ট্য—

১. ৪ বছরে মোট ৪০টি কোর্স বা ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স = ৩ ক্রেডিট)।

২. প্রতি শিক্ষাবর্ষ ছয় মাসমেয়াদি দুটি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টারে পাঁচটি কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে।

৩. প্রতি সেমিস্টার শেষে পরীক্ষা হবে।

৪. মোট আসন ১০০টি।

৫. স্টাডি সেন্টার: ঢাকা আঞ্চলিক কেন্দ্র, বাউবি।

আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫দরকারি কাগজপত্র—

১. ছবি দুই কপি।

২. এসএসসি/ এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি।

৩. জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি।

ভর্তি পরীক্ষা পদ্ধতি—

১. ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (MCQ) প্রশ্নে অনুষ্ঠিত হবে।

২. ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবণ্টন জেনে নিন: বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি ২৫ ও সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি ২৫।

৩. ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রতি অংশে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

ভর্তির পুনর্নির্ধারিত তথ্য—

১. আবেদন করার সময় বৃদ্ধি: ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

২. আবেদন ফি: ৬০০ টাকা। মোট ফি ১২ হাজার ৫৬০ টাকা।

৩. লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ: ৮ মে ২০২৫।

৪. লিখিত পরীক্ষার আসনবিন্যাস: ১৩ মের পর বাউবির ওয়েবসাইট ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।

৫. লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৩ মে ২০২৫, শুক্রবার; বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

৬. লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৮ মে ২০২৫।

৭. সাক্ষাৎকারের তারিখ: ২২ ও ২৩ জুন, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত হবে। ডিনের কার্যালয়, এসএসএইচএল, বাউবির মূল ক্যাম্পাস, বোর্ড বাজার, গাজীপুর।

৮. মেধাতালিকা প্রকাশ: ২৫ জুন ২০২৫।

৯. ভর্তির সময়: ২৬ জুন থেকে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত।

১০. ক্লাস শুরু হবে: ২৫ জুলাই ২০২৫।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

আরও পড়ুনএসএসসি ২০২৫–এ পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ