নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মধ্যে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের  সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল ডা.

মোহাম্মদ ইকবাল হোসাঈন ভূঁইয়া,জেলা শিক্ষা সম্পাদক মিরাজ মাহমুদ,জেলা সাহিত্য সম্পাদক ওমর ফারুখ,রূপগঞ্জ দক্ষিন থানা সভাপতি আবরারুল হক,রূপগঞ্জ পশ্চিম থানা সভাপতি সাইফুল ইসলাম,সোনারগাঁও পশ্চিম থানা সভাপতি আব্দুল আজিজ,আড়াইহাজার উত্তর থানা সভাপতি হাফেজ বেলাল হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,শুধু মেধাবী নয়, সৎ মেধাবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যে সংবর্ধনার আয়োজন করল যে সত্যের বাণী পৌঁছে দিতে এ আয়োজন  এখান থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।

 এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে ১০ম শ্রেণির রোল ০১ থেকে ০৯ পর্যন্ত ৭৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ

এছাড়াও পড়ুন:

“সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেনা”

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালক (প্রশিক্ষণ ও অধ্যয়ন) মিজ পারভীন সুলতানা রাব্বী বলেছেন, সাংবাদিকরা কারো বন্ধু নয়, শুধুমাত্র সাংবাদিকরাই সাংবাদিকের বন্ধু। কেননা সাংবাদিকরা যখন কারো বিরুদ্ধে নিউজ করে, তখন থেকেই ঐ ব্যক্তি তার শত্রু হয়ে যায়।

সে আপনার যতোই আপন কিংবা কাছের লোক হোক না কেন? কিন্তু বর্তমানে সাংবাদিকরা সাংবাদিকের বন্ধু হতে পারেনা বলে আজ সাংবাদিকদের করুন দশা। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেনা।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিককে নিয়ে তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি।

পারভীন সুলতানা রাব্বী বলেন, সাংবাদিকদের প্রশ্ন করতে জানতে হবে, কোথায়, কখন, কি প্রশ্ন করতে হবে তা জানতে হবে। বিগত ১৬ বছর সাংবাদিকরা সঠিক সাংবাদিকতার পরিবর্তে তোষামোদির সাংবাদিকতা করেছে। এর জন্যই স্বৈরশাসন আমাদের উপর ভর করে বসেছিলো। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যাদের আগ্রহ থাকে এবং মনোযোগী হয় সাংবাদিকতায় তারাই এগিয়ে যায়।

এছাড়া, প্রেসক্লাব চাইলে ভবিষ্যতে শুধুমাত্র মোবাইল সাংবাদিকতার বিষয়ে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু। নারায়ণগঞ্জের সাংবাদিকদের নিয়ে যুগোপযোগী এ প্রশিক্ষণের আয়োজন করায় পিআইবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া, আগামী ৬ মাসের মধ্যে আবারও প্রশিক্ষণের আয়োজন করার অনুরোধ জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, পিআইবি'র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ পিআইবির কর্মকর্তা-কর্মচারী ও নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দ।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালক মিজ পারভীন সুলতানা রাব্বী।

এর আগে, তিনদিন ব্যাপী প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম খান, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম, পিআইবি'র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

সম্পর্কিত নিবন্ধ

  • মাসদাইরে আরাফাত রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ১১নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল
  • রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল
  • ফতুল্লায় শিক্ষার্থীদের ইফতার সামগ্রী দিলো ইসলামী ছাত্র আন্দোলন
  • গিয়াস উদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বললেন সাহেদ (ভিডিও)
  • গিয়াস উদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বললেন সাহেদ 
  • সিদ্ধিরগঞ্জ থানা ৮নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
  • “সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেনা”