রূপগঞ্জে ৭৫ জন মেধাবী পেল ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা
Published: 28th, February 2025 GMT
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মধ্যে সিঙ্গেল ডিজিট সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভুলতা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল ডা.
এ সময় বক্তারা বলেন,শুধু মেধাবী নয়, সৎ মেধাবী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। ইসলামী ছাত্রশিবির যে সংবর্ধনার আয়োজন করল যে সত্যের বাণী পৌঁছে দিতে এ আয়োজন এখান থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।
এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে ১০ম শ্রেণির রোল ০১ থেকে ০৯ পর্যন্ত ৭৫ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরো পড়ুন:
চাঁদপুরে ১০ দোকানে আগুন
দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”
ঢাকা/অনিক/মাসুদ