নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেন জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলা জামাতের আয়োজনে ভুলতা গাউছিয়া এলাকায় এ মিছিলে অংশগ্রহণ করেন জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকেরা।

মিছিলটি ভুলতা গাউছিয়া স্টেশন মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা- সিলেট মহাসড়কের গোলাকান্দাইল, সাওঘাট হয়ে গাউছিয়া গোল চত্বরে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাই। আপনাদের মনিটরিং সেল কার্যকর করুন। দ্রব্যমূল্য যারা বৃদ্ধি করে তাদেরকে নিয়ন্ত্রণ ও আইনের আওতায় এনে মাহে রমজানে রোজাদারদের স্বস্থির নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করুন।

মমিনুল হক সরকার আরো বলেন, দেশ দ্বিতীয় বার স্বাধীন হওয়ার ৭ মাস অতিবাহিত হতে চললেও আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। এই রমজানের মধ্যেই কারাবন্দি আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।

জামায়াতের এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকার ওয়ারী পশ্চিম থানার শুরা ও কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসাইন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশরাফিল হোসাইন, উপজেলা দক্ষিণ আমির সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ,সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম আমির মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মো: হানিফ ভূঁইয়া প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ রমজ ন ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ রমজ ন র র পগঞ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

আদর্শ শিক্ষক ফেডারেশন’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগরীর আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২০ এপ্রিল বিকাল) ৪ ঘটিকায় মাসদাইর নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোবনী বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত মাওলানা মোঃ ওমর ফারুক। 

ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন করেছি সে আলোকে আমাদের নিজের জীবন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজ ই হচ্ছে আদর্শ শিক্ষক তৈরী করা।

শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। বর্তমান শিক্ষক সমাজ তাদের বিভিন্ন অধিকার থেকেঅবহেলিত ও বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে হলে দেশে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

এজন্য যেসব প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ নেই সেসব প্রতিষ্ঠানে কমিটি করে দাওয়াত সম্প্রসারণ বেগবান করার আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ডা. নুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সিনিয়র সহ -সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া, আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমদ, হেমায়েত উদ্দিন, জনাব আক্তারুজ্জামান প্রমুখ।

 

সম্পর্কিত নিবন্ধ

  •  জেলা প্রশাসনকে সহযোগীতা করবে হেফাজতে ইসলাম
  • আওয়ামী লীগ নেতাকর্মীদের পেটানোর নির্দেশ দিলেন টিপু
  • নারায়ণগঞ্জে আন্দোলিব রহমান পার্থের জম্মদিনে দোয়া 
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিএনপির সমাবেশ
  • নারায়ণগঞ্জ থেকে বাসে ঝুলে নাটক করতে আসা অভিনেতার একাল–সেকাল
  • আড়াইহাজারে ছাত্রলীগ নেতা সাগর হাসান গ্রেপ্তার
  • আড়াইহাজারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাগর হাসান গ্রেপ্তার
  • সড়ক অবরোধ করে ফতুল্লায় ট্রাকস্ট্যান্ড সরানোর দাবি
  • আদর্শ শিক্ষক ফেডারেশন’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত