সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর মানিক মিয়া এভিনিওয়ে আনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতের সাথে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরইমধ্যে মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গেছে। নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এতে যোগ দিয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি যোগ দিয়েছেন।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পর আগেই চূড়ান্ত হয়েছে। দলটির শীর্ষ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এম জি

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

সেমিফাইনালে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

বিশ্ব জুনিয়র টেনিসের প্রাক্‌–বাছাইয়ে (অনূর্ধ্ব-১৪) এশিয়া অঞ্চলের খেলায় আগে কখনো কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেমিফাইনালে পৌঁছেছিল।

বাহরাইনে ২১ দেশের প্রতিযোগিতায় বুধবার রাতে সৌদি আরবকে হারিয়ে প্রথমবার বাংলাদেশ শীর্ষ আটে জায়গা পায়। পরদিন ফিলিপাইনকে হারিয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে। তবে আজ সেমিফাইনালে হংকংয়ের কাছে ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেই ম্যাচ আগামীকাল শনিবার।

প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী, শীর্ষ চারটি দল আগামী ৪ থেকে ৯ আগস্ট চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের টিকিট পাবে বলে জানিয়েছিল বাংলাদেশ টেনিস ফেডারেশন। তবে চূড়ান্ত পর্বের আগে আরেকটি ধাপ আছে। এই প্রাক্‌–বাছাই পর্ব থেকে দুটি দল উঠবে সেই ধাপে, যেটি এশিয়ার মূল বাছাইপর্ব। এরপর মূল বাছাই থেকে চূড়ান্ত পর্বে যাবে চারটি দল।

এ ব্যাপারে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আজ বলেছেন, ‘আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) আমাদের যে বাইলজ পাঠিয়েছে, তাতে চারটি দল যাবে পরের রাউন্ডে। তবে বাইরাইনে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, আসলে এই পর্ব থেকে দুটি দল যাবে পরের ধাপে।’

সম্পর্কিত নিবন্ধ