জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হওয়ার পর মঞ্চে উঠেছেন জুলাই গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেকে।

শুক্রবার বিকেল ৪টা ২০মিনিটে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে পাঠ করা হয় গীতা, ত্রিপিটক ও বাইবেল। পরে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। 

বক্তৃতা পর্বের শুরুতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার বলেন, এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গত ৫৩ বছরে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করা যায় নাই, সে অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম প্রতিষ্ঠা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, নাগরিক পার্টি মনে করে, শহীদ ও আহতদের স্পিরিট ধারণ করে কীভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা এক থাকব।

এরপর মঞ্চে ডাকা হয় জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের। একে একে মঞ্চে ওঠে আসেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেকে।

অনুষ্ঠানে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.

) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প ন হ দ ইসল ম ইসল ম

এছাড়াও পড়ুন:

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি লেমুরের মধ্যে একটিকে উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে লেমুরটি উদ্ধার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দেলোয়ার হোসেন (২২)। তাঁর বাড়ি শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামে। এর আগে লেমুর চুরির ঘটনায় মো. জহিরুল ইসলাম ও নিপেন নামের দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের একজন পার্কের কর্মী ও অন্যজন স্থানীয় বাসিন্দা।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক আজ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, সাফারি পার্ক থেকে লেমুর চুরির ঘটনায় জামালপুরে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ঢাকার শ্যামবাজারে অভিযান চালিয়ে একটি পুরুষ লেমুর উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাণীটি উদ্ধার করে সাফারি পার্কে পাঠানো হয়েছে। অন্য প্রাণীগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, লেমুর চুরির ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়। এরপর বন বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাণী উদ্ধারে কাজ করে ঢাকা মহানগর পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে সঙ্গে নিয়ে জামালপুরের সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামবাজার মসজিদ-সংলগ্ন এলাকায় একটি নির্জন স্থান থেকে খাঁচায় বন্দী অবস্থায় একটি লেমুর উদ্ধার করা হয়।

গত ২৪ মার্চ সকালে লেমুরের খাঁচা খালি দেখতে পান সাফারি পার্কের কর্মীরা। সেখানে তিনটি লেমুর ছিল। পরে লেমুরের খাঁচার পেছনের দিকে লোহার জালের প্রায় তিন বর্গফুট কাটা দেখা যায়। পার্ক কর্তৃপক্ষের ধারণা, ২৩ মার্চ রাতের যেকোনো সময় লোহার জাল কেটে প্রাণী তিনটিকে চুরি করা হয়। এ ঘটনায় ২৪ মার্চ শ্রীপুর থানায় একটি অভিযোগ দেয় পার্ক কর্তৃপক্ষ। পরে ৭ এপ্রিল এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর ৯ এপ্রিল পার্ক পরিদর্শনে গিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সম্পর্কিত নিবন্ধ

  • গাঁজা সেবন করে ধর্ষণের পরিকল্পনা, আদালতে স্বীকারোক্তি
  • যশোরে আত্মগোপনে থাকা আ’লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান
  • পাবনার শিশুটিকে হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে ধর্ষণ করা হয়: পুলিশ
  • যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশ
  • গণপরিষদের বদলে সংস্কার বাস্তবায়নে সময়সীমা
  • যারা নির্বাচনের কথা বলে তারা লুটেরা ও মাফিয়া শ্রেণি: ফরহাদ মজহার
  • গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাবি ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাঈদ ও জেন-জি নিয়ে প্রশ্ন
  • রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের রোডম্যাপ চাই
  • শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না: ইসলামী আন্দোলন