সুনামগঞ্জে বেইলি সেতুর পাটাতন দেবে ট্রাক আটকা, ১২ ঘণ্টার পর যান চলাচল শুরু
Published: 28th, February 2025 GMT
সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন দেবে পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় দিরাই-মদনপুর সড়কে প্রায় ১২ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার ভোর চারটা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেতু থেকে ট্রাকটি সরিয়ে পাটাতন মেরামতের পর সড়কপথটিতে আজ বিকেল চারটার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ দুর্ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন জানান, ওই সড়ক দিয়ে জেলার দিরাই ও শাল্লা উপজেলার মানুষজন জেলা সদর এবং দেশের অন্য অঞ্চলে যাতায়াত করেন। মদনপুর এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই এর পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। আজ ভোর চারটার সময় সিলেট থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সেতুর ওপর ওঠে। এ সময় সেতুর স্টিলের পাটাতন দেবে ট্রাকটি আটক পড়ে। এ কারণে সরু সেতুর দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অনেকেই ঝুঁকি নিয়ে হেঁটে সেতু পার হয়েছেন।
সকাল থেকে দিরাই-মদনপুর সড়কের ওই সেতু বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তি পোহান স্থানীয় বাসিন্দারা। দিরাই উপজেলার বাসিন্দা সুলেমান মিয়া নামের এক ব্যক্তি জানান, অসুস্থ এক আত্মীয়কে দেখতে বৃহস্পতিবার সিলেটে গিয়েছিলেন। আজ সকালে মদনপুর ফিরে বিপাকে পড়েছেন। গাড়ি দিরাই যেতে পারছে না।
মনিরুজ্জামান তালুকদার নামের এক পিকআপ ভ্যানের চালক বলেন, সুনামগঞ্জ জেলা শহর থেকে ভোরে সবজি নিয়ে দিরাই রওনা হন। সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েছেন। রোদের কারণে পিকআপে থাকা সবজি নষ্ট হয়ে যেতে পারে। সেতু দ্রুত মেরামত করা না হলে তাঁর ক্ষতি হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সেতুটির দুটি পাটাতন ঠিক করা হয়েছে। বিকেলে ট্রাকটি সরানো হয়েছে। পরে বিকেল চারটার দিকে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেইলি সেতুর পাটাতন ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ
সুনামগঞ্জে সদর উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়েছে। এ কারণে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরই ইউনিয়নের মদনপুর এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়।
এলাকাবাসী জানান, আজ সকালে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি মদনপুরের বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি বেইলি সেতুর ওপর আটকে আছে। এ কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকরা।
আরো পড়ুন:
ঢাকার পরিবহন ব্যবস্থা
ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেবে লন্ডনের টিএফএল
ঝালকাঠিতে গাছে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষক নিহত
দিরাই উপজেলাগামী একটি পরিবহনের যাত্রী সুলেমান মিয়া বলেন, “এক অসুস্থ আত্মীয়কে দেখতে গতকাল সুনামগঞ্জে যাই। আজ বাড়ি ফিরছিলাম। দিরাই রাস্তায় এসে মহাবিপদে পড়লাম।”
মনিরুজ্জামান তালুকদার নামে এক পিকআপ ভ্যানের চালক বলেন, “ভোরে সবজি নিয়ে দিরাই রওনা হয়। সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েছি। রোদের কারণে গাড়িতে থাকা সবজি নষ্ট হয়ে যাবে। সেতু দ্রুত মেরামত করা না হলে আমাদের অনেক লোকসান হবে।”
সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “সেতুটির দুইটি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে অন্য পাঠাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ