সুনামগঞ্জে বেইলি সেতুর পাটাতন দেবে ট্রাক আটকা, ১২ ঘণ্টার পর যান চলাচল শুরু
Published: 28th, February 2025 GMT
সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন দেবে পণ্যবাহী ট্রাক আটকা পড়ায় দিরাই-মদনপুর সড়কে প্রায় ১২ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার ভোর চারটা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেতু থেকে ট্রাকটি সরিয়ে পাটাতন মেরামতের পর সড়কপথটিতে আজ বিকেল চারটার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ দুর্ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন জানান, ওই সড়ক দিয়ে জেলার দিরাই ও শাল্লা উপজেলার মানুষজন জেলা সদর এবং দেশের অন্য অঞ্চলে যাতায়াত করেন। মদনপুর এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ। তাই এর পাশে আরেকটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। আজ ভোর চারটার সময় সিলেট থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সেতুর ওপর ওঠে। এ সময় সেতুর স্টিলের পাটাতন দেবে ট্রাকটি আটক পড়ে। এ কারণে সরু সেতুর দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অনেকেই ঝুঁকি নিয়ে হেঁটে সেতু পার হয়েছেন।
সকাল থেকে দিরাই-মদনপুর সড়কের ওই সেতু বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তি পোহান স্থানীয় বাসিন্দারা। দিরাই উপজেলার বাসিন্দা সুলেমান মিয়া নামের এক ব্যক্তি জানান, অসুস্থ এক আত্মীয়কে দেখতে বৃহস্পতিবার সিলেটে গিয়েছিলেন। আজ সকালে মদনপুর ফিরে বিপাকে পড়েছেন। গাড়ি দিরাই যেতে পারছে না।
মনিরুজ্জামান তালুকদার নামের এক পিকআপ ভ্যানের চালক বলেন, সুনামগঞ্জ জেলা শহর থেকে ভোরে সবজি নিয়ে দিরাই রওনা হন। সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েছেন। রোদের কারণে পিকআপে থাকা সবজি নষ্ট হয়ে যেতে পারে। সেতু দ্রুত মেরামত করা না হলে তাঁর ক্ষতি হবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সেতুটির দুটি পাটাতন ঠিক করা হয়েছে। বিকেলে ট্রাকটি সরানো হয়েছে। পরে বিকেল চারটার দিকে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩১ মার্চ ২০২৫)
আইপিএল ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।আইপিএল
মুম্বাই ইন্ডিয়ানস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
সেলতা ভিগো–লাস পালমাস
রাত ১টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট