সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচন আমরা চাই, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সময়ে সংস্কার করে নির্বাচন করুন। আর নির্বাচনের বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি, নিরোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে এটাই আমাদের দাবি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল একেএম আজাহারুল ইসলাম এখন কারাগারে বন্দি আছে। তাকে ১৪ বছর ফাঁসির সেলে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যে সরকার তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছিলো, সেই সরকার তো পালিয়ে গেছে, ফলে তার কোনো মামলা এখন আর চলতে পারে না। যে সরকার ফ্যাসিস্ট, মিথ্যার উপরে দাড়িয়ে ছিলো, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃস্বার্থভাবে মুক্তির দাবি করছি।

জামায়াতে ইসলামীর রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট মো.

নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক সাবেক সংসদ সদস্য এ. এইচ. এম হামিদুর রহমান আজাদ।

সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে সাবেক জেলা আমীর মো. আক্তারুজ্জামান, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো. বদরুদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মো. জামাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. সোহেল রানা মিঠু, হিন্দু প্রতিনিধি অধ্যাপক কমলেশ চন্দ্র দাসসহ প্রমুখ।

এম জি

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ইসল ম র

এছাড়াও পড়ুন:

বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।

‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা

সম্পর্কিত নিবন্ধ