সাউথইস্ট ব্যাংক ক্রেডিট কার্ড: সহজ ও নিরাপদ লেনদেনের সেরা সমাধান
Published: 28th, February 2025 GMT
আধুনিক জীবনযাত্রায় আর্থিক লেনদেনকে আরও সহজ ও সুরক্ষিত করতে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রয়োজন সামনে রেখে সাউথইস্ট ব্যাংক বিভিন্ন ক্যাটাগরির ক্রেডিট কার্ড নিয়ে এসেছে, যা সব স্তরের গ্রাহকের চাহিদা পূরণে সহায়ক।
দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট কার্ড ইস্যুয়ার হিসেবে সাউথইস্ট ব্যাংক তাদের কার্ডধারীদের জন্য সুপারশপ ক্যাশব্যাক, লাউঞ্জ এক্সেস, বোগো অফার, ইনস্যুরেন্সসহ নানা সুবিধা নিশ্চিত করেছে। সহজ শর্তে তাৎক্ষণিক ঋণসুবিধা এবং ইএমআই-সুবিধার পাশাপাশি লেনদেনের ভিত্তিতে রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহের সুবিধাও রয়েছে।
বর্তমান বৈদেশিক মুদ্রাসংকটের সময়েও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকেরা নির্বিঘ্নে আন্তর্জাতিক লেনদেন করতে পারছেন। লেনদেন ও ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় গ্রাহকেরা থাকেন নিশ্চিন্ত। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে ব্যাংকের সার্বক্ষণিক কন্টাক্ট সেন্টার সেবা গ্রাহকদের জন্য সহায়ক।
সাউথইস্ট ব্যাংকের কার্ডধারীরা বছরজুড়ে শপিং, ডাইনিং, ট্রাভেল, হেলথ ও বিউটি কেয়ারের মতো বিভিন্ন ক্ষেত্রে দেশসেরা ব্র্যান্ডের আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারেন, যা তাঁদের কেনাকাটার আনন্দ ও সন্তুষ্টি আরও বাড়িয়ে তোলে। এ ছাড়া ব্যাংকটি সম্পূর্ণ শরিয়াহ-সম্মত তিজারাহ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সেবাও প্রদান করছে, যা পেমেন্ট ও লাইফস্টাইলের জন্য নির্ভরযোগ্য সমাধান।
সব গ্রাহকের জন্য দ্রুততম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংক ডিজিটালাইজেশনের পথে এগিয়ে চলেছে। প্রিমিয়াম, এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধাসহ ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য সহজলভ্য করা হয়েছে।
এ ছাড়া সর্বাধুনিক ‘সাউথইস্ট ব্যাংক মোবাইল অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই ক্রেডিট কার্ড বিল পেমেন্টসহ প্রয়োজনীয় সব ব্যাংকিং-সুবিধা উপভোগ করতে পারেন।
কনভেনশনাল ক্রেডিট কার্ড প্রোডাক্ট: ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, ভিসা প্লাটিনাম-অনুপমা, ভিসা গোল্ড, ভিসা ক্ল্যাসিক, মাস্টার কার্ড ওয়ার্ল্ড, মাস্টার কার্ড টাইটেনিয়াম এবং মাস্টার কার্ড স্ট্যান্ডার্ড।
ইসলামিক ক্রেডিট কার্ড প্রোডাক্ট: তিজারাহ ইসলামিক ভিসা প্লাটিনাম, তিজারাহ ইসলামিক ভিসা গোল্ড, তিজারাহ ইসলামিক ভিসা ক্ল্যাসিক, তিজারাহ ইসলামিক মাস্টার কার্ড ওয়ার্ল্ড এবং তিজারাহ ইসলামিক মাস্টার কার্ড টাইটেনিয়াম।
প্রিপেইড কার্ড প্রোডাক্ট: প্রিপেইড কার্ড, হজ কার্ড, ইন্সটাশিউর প্রিপেইড হেলথকেয়ার কার্ড এবং যান্ত্রিক ফুয়েল কার্ড।
সাউথইস্ট ব্যাংক ক্রেডিট কার্ডের সুবিধাসমূহ
• ১,৩০০+ আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জে ‘লাউঞ্জ কি’-এর মাধ্যমে বিনা মূল্যে প্রবেশের সুবিধা।
• এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সার্ভিস।
• সাত ধরনের ইএমআই সুবিধা, সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত।
• প্রিমিয়াম হোটেল ও রেস্তোরাঁয় ‘বাই ওয়ান গেট ওয়ান (BOGO)’ ফ্রি অফার।
• পার্টনার আউটলেটে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা।
• মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট এবং রিডেম্পশনের মাধ্যমে ক্যাশব্যাক।
• সেফটি-নেট ইনস্যুরেন্স।
• ভিসা কুইক রিড কার্ড।
• অটোডেবিট সুবিধা।
• কোনো অতিরিক্ত বা ওভার লিমিট ফি নেই।
• ট্রানজেকশন সংখ্যা ও পরিমাণের ভিত্তিতে রিনিউয়াল ফি মওকুফ।
• সাউথইস্ট ব্যাংকের শাখা থেকে পিওএস মেশিন ব্যবহার করে ক্যাশ উত্তোলনের সুবিধা।
• কার্ড চেকের মাধ্যমে ক্যাশ উত্তোলনে ইন্টারেস্ট-ফ্রি সময়সীমা।
• বিল পরিশোধের রিয়েল-টাইম ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট।
• ক্রেডিট কার্ড বিল পরিশোধের ১০টি সহজ উপায়।
• তাৎক্ষণিক কার্ড ও পিন ইস্যু করার সুবিধা।
• এসএমএস ও ই–মেইলের মাধ্যমে ট্রানজেকশন অ্যালার্ট।
• ডিক্লাইন্ড ট্রানজেকশনের জন্য নোটিফিকেশন।
• ইন্টার-ব্যাংক কার্ড থেকে কার্ডে ফান্ড ট্রান্সফারের সুবিধা।
• নিরাপদ অনলাইন শপিংয়ের জন্য ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’।
রমজান মাসের বিশেষ অফারসমূহ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট কার্ডে রয়েছে আকর্ষণীয় সুযোগ ও সুবিধা। সেগুলো হলো—
• ব্যুফে ইফতারসহ ডিনারে একটি কিনলে তিনটি ফ্রি, একটি কিনলে দুটি ফ্রি এবং একটি কিনলে একটি ফ্রি অফার।
• ছয়টি লাইফস্টাইল ব্র্যান্ড শপে আকর্ষণীয় ক্যাশব্যাক।
• আটটি চেইন সুপারশপে আকর্ষণীয় ক্যাশব্যাক।
• ১৪ থেকে ২৫ মার্চ পর্যন্ত সব কেনাকাটার ওপর ১০ গুণ রিওয়ার্ড পয়েন্ট।
• লাইফস্টাইল শপ ও রেস্টুরেন্টে আকর্ষণীয় ডিসকাউন্ট।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সাউথইস্ট ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশব্যাপী বিস্তৃত শাখা, এটিএম বুথ ও এজেন্ট ব্যাংকিং সুবিধার মাধ্যমে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। ব্যাংকের ক্রেডিট কার্ডসহ অন্যান্য সেবা সম্পর্কে জানতে ভিজিট করুন southeastbank.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত জ র হ ইসল ম ক স উথইস ট ব য গ র হক র ব যবহ র ল নদ ন র জন য
এছাড়াও পড়ুন:
সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট ১ হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, বিবিএ বিভাগের রেমা রাণী পল, ফার্মেসি বিভাগের সুমাইয়া আক্তার ও ফার্মেসি বিভাগের হাবিবা খানম লুবনা তাদের স্নাতক ডিগ্রি ৪.০ নিখুঁত সিজিপিএসহ সম্পন্ন করায় সম্মানজনক চ্যান্সেলর্স স্বর্ণপদক অর্জন করেন।
এছাড়া সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তন সভাপতি মো. তৌহিদ হোসেন গ্র্যাজুয়েটদের হাতে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন। এ সময় চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান।
সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।
সমাবর্তনে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/রাজীব