পরনে গোলাপী রঙের শাড়ি। হাতে বালা। গলায় নেকলেস। মাথায় টিকলি। মুখে হালকা মেকআপ। সবকিছু ছাপিয়ে মেহজাবীনের চোখে-মুখে ভুবন ভোলানো হাসি মুগ্ধতা ছড়াচ্ছে। তার কাঁধে মাথা রেখে পাশে বসে আছেন আদনান আল রাজীব।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। তার একটিতে এমন লুকে ধরা দিয়েছেন এই নব দম্পতি। জানিয়েছেন, মায়ের আকদ অনুষ্ঠানের শাড়ি পরে বিয়ের আসরে বসেন এই অভিনেত্রী।

প্রাপ্তির আনন্দে নিশ্চল মেহজাবীন

আরো পড়ুন:

বিয়ের আসরে কাঁদলেন মেহজাবীন-রাজীব

রাজীবের সঙ্গে প্রেম-বিয়ের গল্প বললেন মেহজাবীন

এসব ছবির ক্যাপশনে মেহজাবীন চৌধুরী লেখেন, “আমাদের আকদ ১৪.

০২.২০২৫। ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি; যা আরো অর্থবহ হয়ে উঠেছিল প্রিয় মানুষদের উপস্থিতিতে।”

মায়ের দেওয়া সেরা উপহারের কথা উল্লেখ করে মেহজাবীন চৌধুরী লেখেন, “আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।”

১৪ ফেব্রুয়ারি বিয়ের পর্ব সম্পন্ন করলেও তা গোপন রেখেছিলেন রাজীব-মেহজাবীন দম্পতি। ২৪ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করেন তারা। আত্মীয়-স্বজন ছাড়াও এতে যোগ দেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেমের গুঞ্জন বহু পুরোনো। যদিও তা কখনো স্বীকার করেননি এই যুগল। সর্বশেষ ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।

প্রিয় মানুষকে পেয়ে উচ্ছ্বসিত রাজীব-মেহজাবীন

এর আগে মেহজাবীন চৌধুরী বলেন, “১৩ বছর পর, আজ আমরা এখানে, একসঙ্গে বেড়ে উঠছি। তারা বলেন, ‘সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়’— আমরা প্রায় দ্বিগুণ অতিক্রম করেছি।”

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র ট ভ ন টক ম হজ ব ন চ ধ র

এছাড়াও পড়ুন:

রোনালদোর দল লা লিগা থেকে অবনমিত

রোনালদোর মালিকানাধীন দল রিয়াল ভায়াদোলিদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রিয়াল বেটিসের বিপক্ষে ৫-১ গোলে হেরে লা লিগা থেকে অবনমিত হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকার মালিকানায় গত সাত বছরে এটি ভায়াদোলিদের তৃতীয় অবনমন।

ভায়াদোলিদের সমর্থকদের তীব্র সমালোচনার মুখে শোনা যাচ্ছে, রোনালদো ক্লাবটি বিক্রি করার আলোচনা চালাচ্ছেন। সমর্থকদের মতে, ব্রাজিলিয়ান তারকা ক্লাবের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত থেকেছেন।

আরো পড়ুন:

বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল

বড় ধাক্কা বার্সেলোনায়

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে হেরেছে। গোল পার্থক্য দাঁড়িয়েছে মাইনাস ৫৭।

বেটিসের বিপক্ষে এই বড় হারের মধ্য দিয়ে ভায়াদোলিদের লা লিগা অধ্যায় আপাতত শেষ হলো। এউ অস্থির মৌসুমে তারা দুইজন কোচকে বরখাস্ত করেছে। ফেব্রুয়ারিতে সাবেক ভায়াদোলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেওয়ার আগে দিয়েগো কোক্কা ও পাওলো পেজোলানোকে ছাঁটাই করা হয়। ভায়াদোলিদ ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে উভয়বারই পরের মৌসুমে শীর্ষ লা লিগায় ফিরে এসেছিল।

রুবিও ম্যাচ শেষে জানান, “অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলতে পারিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে, আমরা ঠিকভাবে কিছু করতে পারিনি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং মর্যাদার সঙ্গে মৌসুম শেষ করতে হবে।”

ঘরের মাঠ বেনিত ভিয়ামারিয়াতে বেতিস বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে।
অন্যদিকে অবনমনের বাকি দুইটি স্থান এখনো নিশ্চিত হয়নি। ১৯তম স্থানে স্থানে থাকা লেগানেস বৃহস্পতিবার গিরোনার বিপক্ষে স্টপেজ টাইমে মুনির এল হাদ্দাদির গোলে ১-১ ড্র করে এক পয়েন্ট পেয়েছে। লেগানেস ১৯তম মিনিট থেকে এক খেলোয়াড় কম নিয়ে খেলেছে। তারা এখন ১৮তম স্থানে থাকা লাস পালমাসের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে। অবনমন অঞ্চলের বাইরে থাকা আলাভেসের থেকে চার পয়েন্ট দূরে।

সেভিয়া ১৫তম স্থানে রয়েছে, তারা ১-০ ব্যবধানে হেরেছে অষ্টম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে। যারা ৩২তম মিনিট থেকে এক খেলোয়াড় বেশি নিয়ে খেলেছে। টানা নয় ম্যাচে জয়হীন থাকার পর ওসাসুনা এখন টানা তিনটি ম্যাচ জিতেছে। অন্যদিকে সেভিয়া টানা ছয় ম্যাচে জয় পায়নি।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ