নতুন এআই মডেল আনছে ডিপসিক, যে সুবিধা পাওয়া যাবে
Published: 28th, February 2025 GMT
গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে চীনে তৈরি এআই চ্যাটবটটি। এবার নিজেদের চ্যাটবটকে আরও শক্তিশালী করতে ‘আর টু’ নামের নতুন এআই মডেল আনতে যাচ্ছে ডিপসিক।
ডিপসিকের তথ্য মতে, ‘আর টু’ মডেলটি বর্তমানে ডিপসিক চ্যাটবটে ব্যবহৃত ‘আর ওয়ান’ মডেলের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর। এর ফলে মডেলটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় উন্নতমানের কোডিং লেখা যাবে। শুধু তাই নয়, ইংরেজির পাশাপাশি অন্য ভাষাতেও উত্তর জানাতে পারবে চ্যাটবটটি। এর ফলে আগের মডেলের তুলনায় ডিপসিকের কার্যকারিতা আরও বাড়বে।
আরও পড়ুনচীনের ডিপসিক এআই মডেল নিয়ে কেন এত আলোচনা২৮ জানুয়ারি ২০২৫প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলটি উন্মুক্ত হলে ডিপিসিক চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ডিপসিক এখনো আনুষ্ঠানিকভাবে এআই মডেলটি উন্মোচনের তারিখ ঘোষণা না করলেও প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মে মাসের আগেই মডেলটি বাজারে আসতে পারে।
আরও পড়ুনডিপসিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন এআই মডেল আনল ওপেনএআই০৩ ফেব্রুয়ারি ২০২৫প্রসঙ্গত, ডিপসিকের বর্তমান মডেল ‘আর ওয়ান’ ইতিমধ্যেই এআই খাতে আলোড়ন তুলেছে। তুলনামূলক কম শক্তিশালী এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও মডেলটি বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল এআই মডেলের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে। এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান জেনসারের প্রধান পরিচালন কর্মকর্তা বিজয়সিমহা আলিলুঘট্টা বলেন, ‘ডিপসিকের আর টু মডেলের আগমনে বৈশ্বিক এআই খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এ ধরনের সাশ্রয়ী ও উচ্চমানের এআই মডেল প্রযুক্তি খাতে আরও প্রতিযোগিতা তৈরি করবে এবং এআই শিল্পে কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব কমাবে।’
সূত্র: রয়টার্স
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবাহনী-কিংস ফাইনালে ঝড়ে উড়ে গেল ডাগআউট, লন্ডভন্ড প্রেসবক্স
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা কিংস প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে। ৪৫ মিনিট শেষে স্কোরলাইনও সমান,১-১। কিন্তু বিরতির পর ঝড়-বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের অস্থায়ী ডাগআউট। লন্ডভন্ড হয়ে যায় প্রেসবক্স।
এমনিতেই প্রেস বক্সের চারপাশে নেই কোনো দেয়াল। মাথার ওপর একটা টিনের চাল আর বসার মতো প্লাস্টিকের চেয়ার ছাড়া উল্লেখ করার মতো তেমন কিছু নেই। তারপরও প্রথমার্ধের লড়াইটা ছিল উপভোগ্য। কিন্তু বেরসিক বৃষ্টি সবকিছু এলোমেলো করে দেয়।
লন্ডভন্ড হয়ে গেছে প্রেস বক্স