গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে চীনে তৈরি এআই চ্যাটবটটি। এবার নিজেদের চ্যাটবটকে আরও শক্তিশালী করতে ‘আর টু’ নামের নতুন এআই মডেল আনতে যাচ্ছে ডিপসিক।

ডিপসিকের তথ্য মতে, ‘আর টু’ মডেলটি বর্তমানে ডিপসিক চ্যাটবটে ব্যবহৃত ‘আর ওয়ান’ মডেলের তুলনায় আরও শক্তিশালী ও কার্যকর। এর ফলে মডেলটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় উন্নতমানের কোডিং লেখা যাবে। শুধু তাই নয়, ইংরেজির পাশাপাশি অন্য ভাষাতেও উত্তর জানাতে পারবে চ্যাটবটটি। এর ফলে আগের মডেলের তুলনায় ডিপসিকের কার্যকারিতা আরও বাড়বে।  

আরও পড়ুনচীনের ডিপসিক এআই মডেল নিয়ে কেন এত আলোচনা২৮ জানুয়ারি ২০২৫

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন মডেলটি উন্মুক্ত হলে ডিপিসিক চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বর্তমানের তুলনায় আরও ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। ডিপসিক এখনো আনুষ্ঠানিকভাবে এআই মডেলটি উন্মোচনের তারিখ ঘোষণা না করলেও প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মে মাসের আগেই মডেলটি বাজারে আসতে পারে।

আরও পড়ুনডিপসিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন এআই মডেল আনল ওপেনএআই০৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রসঙ্গত, ডিপসিকের বর্তমান মডেল ‘আর ওয়ান’ ইতিমধ্যেই এআই খাতে আলোড়ন তুলেছে। তুলনামূলক কম শক্তিশালী এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও মডেলটি বিশ্বের নামীদামি প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল এআই মডেলের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে। এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান জেনসারের প্রধান পরিচালন কর্মকর্তা বিজয়সিমহা আলিলুঘট্টা বলেন, ‘ডিপসিকের আর টু মডেলের আগমনে বৈশ্বিক এআই খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এ ধরনের সাশ্রয়ী ও উচ্চমানের এআই মডেল প্রযুক্তি খাতে আরও প্রতিযোগিতা তৈরি করবে এবং এআই শিল্পে কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব কমাবে।’

সূত্র: রয়টার্স

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টিকটকের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় টিকটকের ভিডিও করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধরাধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দুইতলা বাসার ছাদে ওঠে। ভিডিও করার সময় সাকিব অসাবধানতাবশত নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মাগুরায় সড়কে হাতির আকস্মিক মৃত্যু

সাজেকে আগুনে পুড়ে মৃত্যু

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মারফত জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/নুর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ