ছিনতাই নয়, হাতিরঝিলের ভাইরাল ভিডিওটি শুটিংয়ের: পুলিশ
Published: 28th, February 2025 GMT
হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরবাইক ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে আলোচনার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সেটি আসলে ছিনতাই নয়, একটি শুটিংয়ের দৃশ্য।
ঢাকায় ছিনতাই নিয়ে ডামাডোলের মধ্যে প্রকাশ্যে আসা ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা গেছে, দিনদুপুরে হাতিরঝিলে ওভারপাসের নিচে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবক মোটরসাইকেল ছিনতাই করেছেন।
বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য।
বুধবার বেলা ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়। তবে শুটিংয়ের দৃশ্যের অংশবিশেষ ফেসবুকে প্রকাশের পর বিভ্রান্তি তৈরি হয়েছে।
বিভ্রান্তি এড়াতে কনটেন্ট ক্রিয়েটর সাকিব রাজ পুরো ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। ভিডিওতে শুটিংয়ের বিষয়টি স্পষ্ট হয়েছে। সাকিব রাজ লিখেছেন, ‘কিছু মানুষ এই ভিডিওটা অল্প একটু ক্রপ (কর্তন) করে ছেড়ে সেটা ভাইরাল করে দিয়েছে। এখন যেভাবে ছিনতাই–ডাকাতি হচ্ছে, তা নিয়ে দেশবাসীকে সতর্ক করার জন্য ভিডিওটি বানিয়েছে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ লিখেছে, ‘পূর্ণাঙ্গ ও প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির আশঙ্কা থাকে।’
প্রকৃত ঘটনা যাচাই না করে খণ্ডিত ভিডিও প্রচারে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুনভাইরাল ছবিটি শাহরুখ খানের? নাকি অন্য কারও০৩ জুন ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী
টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।
স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।