জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে: ধর্ম উপদেষ্টা
Published: 28th, February 2025 GMT
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে শিগগিরই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সৌদি আরবের মতো সিরাত পুরস্কার প্রবর্তন করারও পরিকল্পনা আছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এ দেশে বিগত সময়ে ইসলামী সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। কিন্তু, বর্তমানে সরকার ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহ দিচ্ছে এবং এ লক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি ইসলামী মূল্যবোধকে ধারণ করে আদর্শ মানুষ হতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান।
মেয়েদের সাফল্য তুলে ধরে ড.
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মো. শফিউল আলম, ধর্ম সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন বক্তব্য দেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বিরাত, হামদ-নাত, আজানসহ মোট সাতটি বিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদেরকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। দুটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬২ জনকে পুরস্কার হিসেবে রৌপ্য পদক ও সনদপত্র দেওয়া হয়। এছাড়া, দুই জন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণ পদক দেওয়া হয়।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সেরা প্রতিযোগীদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অ্যাপল পিছিয়ে পড়ল
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) সারাবিশ্বে ত্রৈমাসিক মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য প্রকাশ করেছে।
সারাবিশ্বে স্মার্টফোন উৎপাদকের মধ্যে সেরা স্থান অর্জন করেছে উদ্ভাবনী ব্র্যান্ড স্যামসাং। বিশ্বের শতাধিক দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বেশ কিছু বাজারের আকার, ভেন্ডর তথ্য ও প্রযুক্তিবিষয়ক পূর্বাভাস প্রকাশ করে আইডিসি ট্র্যাকার। চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য সারাবিশ্বে চ্যালেঞ্জ তৈরি করেছে। কয়েকটি চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। বিশ্বজুড়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের সরবরাহ ১.৫ শতাংশ বৃদ্ধি (ইয়ার ওভার ইয়ার) পেয়ে ৩০ কোটি ইউনিট ছাড়িয়ে গেছে। অ্যাপলকে অতিক্রম করে স্মার্টফোন সরবরাহে শীর্ষে পৌঁছে গেছে স্যামসাং। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সারাবিশ্বে স্মার্টফোন সরবরাহ তালিকার শীর্ষ পাঁচে রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।
ব্র্যান্ড সূত্রে জানা গেছে, এমন সাফল্যের পেছনে মূলত গ্যালাক্সি এস২৫ প্রিমিয়াম ডিভাইস ও মিড-রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের কারণে অর্জন করা সম্ভব হয়েছে। উল্লিখিত মডেল সবার জন্য সাশ্রয়ী মূল্যে এআই ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করেছে।
বৈশ্বিক মোট সরবরাহের (স্মার্টফোন) ১৯.৯ শতাংশ অর্জন করেছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন বিপণনের পরিমাণ ছয় কোটি ইউনিট ছাড়িয়ে গেছে।