জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন
Published: 28th, February 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির বদলে দুই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে যাতে সামগ্রিক রাজনীতি নানা সমস্যায় নিপতিত হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ এই সমস্যার একটা বিকল্প সমাধান হবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “রাজনীতি একটি কঠিন বিষয় একই সাথে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিকের চরিত্র, বোধ-বিশ্বাস ও বোঝাপড়া একটি দেশের সামগ্রিক ভবিষ্যতকে প্রভাবিতক করে। একজন মেধাবী ও সৎ রাজনৈতিক একটি দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে যার নজির আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ নানা দেশে দেখেছি। আবার একজন অসৎ রাজনীতিবিদ একটা দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রতিফলন তো আমরা ভোগ করছি।”
আরো পড়ুন:
রাখাল রাহার বিচার করতে হবে: হেফাজতে ইসলাম
রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রয়েছে: আসিফ নজরুল
“এই বাস্তবতায় তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সংগঠন জাতিকে আশান্বিত করছে। আমরা জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম জানাচ্ছি”।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট র জন ত ক
এছাড়াও পড়ুন:
বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের
পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকাশিত হয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার টিজার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৭টায় মুক্তি পায় এটি। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছেন ঢালিউড কিং শাকিব খান।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার টিজারের দৈর্ঘ্য ১ মিনিট ৪৪ সেকেন্ড। টিজারের শুরুতে সারি সারি অস্ত্রের প্রদর্শন করেছেন নির্মাতা। তারপর দেখা মেলে ক্ষুব্ধ মিশা সওদাগরের। এরপর মাদকাসক্ত শাকিব খানের উপস্থিতি। পরের দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীর গগনবিদারী চিৎকারে কেঁপে উঠে পর্দা।
টিজার এগিয়ে যায়, রহস্য ঘনীভূত হতে থাকে। প্রতিবাদেমুখর সাধারণ জনগণ। উত্তাল রাজপথ। শুরু হয় শাকিব খানের ধুন্ধুমার অ্যাকশন। সামনে আসেন ক্ষোভের আগুনে পোড়া শাকিব। প্রতিপক্ষের রক্ত নিয়ে হলি খেলায় মেতে উঠেন এই নায়ক। শাকিবের এ রূপ খানিকের জন্য বদলে যায়, যখন ইধিকা পাল হাজির হন। ঘনীভূত হয় এ জুটির প্রেম। আবার সারি সারি লাশ। লাশের পাশ থেকে উঠে দাঁড়ান ঠান্ডা মস্তিষ্কের যীশু সেনগুপ্ত। পুরো টিজারে শাকিবের লুক, অভিব্যক্তি ও রোমান্স মনে ধরেছে তার ভক্ত অনুরাগীদের।
আরো পড়ুন:
আপনি অনেক সুন্দর, শাকিব খানকে প্রভা
আহত সাইফ আলী খানকে দেখতে মুম্বাইয়ে শাকিব?
মন্তব্যের ঘরে একজন লেখেন, “বিশ্বাস হচ্ছে না, বাংলা সিনেমার টিজার দেখছি। লাভ ইউ বস।” আরেকজন লেখেন, “আমাদের সুপারস্টার। বরবাদের টিজার দেখে বিস্মিত।” অন্য একজন লেখেন, “বরবাদ আমার হৃদয় কেড়ে নিয়েছে।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
‘বরবাদ’ সিনেমার বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মানব সচদেব, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।