কোহলি-টেন্ডুলকারের মধ্যে তুলনায় রাজি নন গাভাস্কার, কেন
Published: 28th, February 2025 GMT
শচীন টেন্ডুলকার আর বিরাট কোহলির মধ্যে কে সেরা—এই আলোচনা নতুন নয়। অর্জনে, কীর্তিতে কোথাও টেন্ডুলকার এগিয়ে, কোথাও–বা কোহলি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর দুজনের মধ্যে কে সেরা সেই আলোচনা নতুন করে গতি পেয়েছে।
তবে দুই কিংবদন্তীর মধ্যে পার্থক্য করতে রাজি নন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক ক্রিকেটার মনে করেন টেন্ডুলকার ও কোহলি নিজেদের জায়গায় আলাদা। ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা টানাকে ‘উপমহাদেশীয় দুর্বলতা’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
‘ড্রেসিংরুম শো’তে অংশ নিয়ে গাভাস্কার যুক্তি তুলে ধরে বলেন, ‘আমি কখনোই প্রজন্মের মধ্যে তুলনা করতে চাই না। কারণ, খেলার কন্ডিশন ভিন্ন থাকে, পিচ ভিন্ন থাকে, প্রতিপক্ষ ভিন্ন থাকে। যে কারণে ভিন্ন ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা করা খুবই কঠিন। আমার মতে তুলনা করাটা উপমহাদেশের দুর্বলতা।’
আমরা সব সময়ই খেলোয়াড়দের মধ্যে তুলনা করি। কিন্তু আপনারা কি কখনো এমন শুনে থাকেন যে গ্রেগ চ্যাপেলের চেয়ে রিকি পন্টিং ভালো।সুনীল গাভাস্কারতিন সংস্করণ মিলিয়ে ১০০ সেঞ্চুরি করা টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা টানা হয়ে থাকে, বিশেষভাবে ওয়ানডের জন্য। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো টেন্ডুলকার ৪৫২ ইনিংসে করেছেন ১৮৪২৬ রান, বিপরীতে ২৮৭ ইনিংসে ১৪০৮৫ রান হয়ে গেছে কোহলির। সেঞ্চুরিতে অবশ্য কোহলি এখনই এগিয়ে। টেন্ডুলকারের ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে কোহলির এরই মধ্যে ৫১ সেঞ্চুরি হয়ে গেছে।
আরও পড়ুনসুনীল গাভাস্কার হয়ে দেখতে পারেন সাকিব–সৌম্য২৬ অক্টোবর ২০২১তবে টেন্ডুলকার-কোহলির মধ্যে কে সেরা, এই আলোচনা উঠলেও উপমহাদেশের বাইরে এমন কিছু হয় না বলে মনে করেন গাভাস্কার। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছানো এই ব্যাটসম্যান উদাহরণ টেনে বলেন, ‘আমরা সব সময়ই খেলোয়াড়দের মধ্যে তুলনা করি। কিন্তু আপনারা কি কখনো এমন শুনে থাকেন যে গ্রেগ চ্যাপেলের চেয়ে রিকি পন্টিং ভালো। কেউই এমন তুলনা করে না। যারা বর্তমান ক্রিকেটার, তাদের বর্তমান হিসেবে বিবেচনা করুন। তুলনা করবেন না।’
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফি: গ্যালারিতে ইফতার পাবেন দর্শক৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক হল র
এছাড়াও পড়ুন:
২০ অতিরিক্ত ডিআইজি ও ৩১ এসপিকে বদলি
পুলিশের ৫৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দেশের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলি করা কর্মকর্তাদের মধ্যে ২০ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) রয়েছেন। এ ছাড়া ৩১ জন পুলিশ সুপার (এসপি) এবং ২ জন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) (1).pdfডাউনলোডঅতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) (2).pdfডাউনলোডআজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) প্রজ্ঞাপন থেকে এ বদলির তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—