সংগীতপ্রেমীদের জন্য দিনটি বিশেষ। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকায় রয়েছে দুটি কনসার্ট। যেখানে পারফর্ম করবে নগর বাউল জেমস, অর্থহীন, আর্টসেল, শিরোনামহীন, মেঘদলসহ দেশের জনপ্রিয় বেশ কটি ব্যান্ড দল।
‘রিদম অব ইয়ুথ’
বসুন্ধরা আবাসিক এলাকার টগি ক্লাবে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে শিক্ষার্থীরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন কনসার্টটি। এতে প্রধান আকর্ষণ হিসেবে গাইবেন নগর বাউল জেমস। আরও পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, মেঘদল, অ্যাভোয়েড রাফা, অ্যাঞ্জেল নূর ও থ্রি-এ ডি। গেট খোলা হবে বেলা দুইটায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনস র ট
এছাড়াও পড়ুন:
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১৮
সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় আরো ৬১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরুর পর থেকে সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬১৮ জন এবং অন্যান্য মামলায় ৭৮৬ জনসহ মোট ১ হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময় একটি দেশীয় এলজি, ২টি টিপ ছোড়া, ৪টি চাকু ছাড়াও একটি লোহার রড, একটি কার্তুজ, একটি ছুরি ও একটি সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।
আরো পড়ুন:
ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর
সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে ঘটনার পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়।
সবশেষ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৭৪৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য মামলার ৯১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/মাকসুদ/সাইফ