Samakal:
2025-02-28@15:03:39 GMT

নতুন দলের নাম ঘোষণা করবেন কে?

Published: 28th, February 2025 GMT

নতুন দলের নাম ঘোষণা করবেন কে?

গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ শুক্রবার। নতুন এই রাজনৈতিক দলের নাম কে ঘোষণা করবে তা নিয়ে আগ্রহ অনেকের। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার নতুন দলের নাম ঘোষণা করবেন।

নতুন দলের নাম এবং শীর্ষ দুই পদ আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণার পর একে একে কেন্দ্রীয় কমিটির ১৪৯ জন সদস্যকে মঞ্চে ডেকে নেবেন তারা।

জানা গেছে, আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তারুণ্যে ভরপুর দলটির শীর্ষ ১০ পদও চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ ১০পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে।

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদে আছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নেমেছে। ইতিহাসের সাক্ষী হতে অনেকেই আগ্রহ নিয়ে উপস্থিত হচ্ছেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প দল র ন ম সদস য

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থানে আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে সারাদেশের ৪৯৩ জন আহতদের নাম স্থান পেয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটি- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রকাশ করে।

গেজেটে অতি গুরুতর ৪৯৩ জন আহতকে ‘ক’ শ্রেণিতে তালিকাভুক্ত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া আহতদের ধরনভেদে পর্যায়ক্রমে ‘খ’ ও ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয়।

গেজেটে অতি গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে। তালিকাটি শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা গত ১৫ জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।

এসব তালিকা ধরে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় নাগরিক পার্টির মঞ্চে অভ্যুত্থানের নায়করা
  • হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের
  • নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন আসিফ নজরুল
  • কবির গ্রামের বাড়ি সংরক্ষণ ও জাদুঘর করবে সরকার
  • গণঅভ্যুত্থানে আহতদের গেজেট ‘জুলাই যোদ্ধা’ প্রকাশ
  • শেষ দিনে ফিরে দেখা
  • জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ
  • পদ বাড়িয়ে সমঝোতার চেষ্টা নতুন দলে
  • নাহিদ ইসলামের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি