ফুটবলাররা এখন শুধুই আর খেলোয়াড় নন। ফ্যাশন, বিনোদন কিংবা পণ্যদূত হিসেবেও তাঁরা বেশ গুরুত্বপূর্ণ। এমনকি গ্ল্যামারের দিক থেকেও ফুটবলাররা পাল্লা দেন বিনোদনজগতের তারকাদের সঙ্গে। আবেদনময়ী তারকা হিসেবেও নিজেদের মধ্যে লড়াই করতে হয় তাঁদের।

সম্প্রতি তেমনই এক জরিপ হয়েছে ফুটবলারদের নিয়ে। যুক্তরাজ্যে হওয়া এই জরিপটি পরিচালনা করেছে স্লটজিলা নামের একটি ওয়েবসাইট। যেখানে অংশ নিয়েছেন ২ হাজার ৫০০ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিক। শরীরী অবয়ব, স্টাইল ও ব্যক্তিত্বের নিরিখে ভোট দিয়েছেন তাঁরা।

এই ভোটাভুটিতে সবাইকে পেছনে ফেলেছেন চেলসির ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। সব মিলিয়ে ১৯ শতাংশ ভোট পেয়েছেন ৬ ফুট ২ ইঞ্চির এ ফুটবলার। শীর্ষ স্থান দখলের পথে জুড বেলিংহাম, ক্রিস্টিয়ানো রোনালদো ও জ্যাক গ্রিলিশের মতো তারকাদের পেছনে ফেলেছেন পালমার।

আরও পড়ুনমেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার২ ঘণ্টা আগে

পালমারের পর দুই নম্বরে আছেন জুড বেলিংহাম। তাঁর চেয়ে ২ শতাংশ ভোট কম পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। অনেকের কাছে আবেদনময় হিসেবে পরিচিত জ্যাক গ্রিলিশ আছেন তিনে। তিনি ভোট পেয়েছেন ১৫ শতাংশ।

শুধু ব্রিটিশরা ভোট দেওয়ার কারণে এই তালিকায় ইংলিশ ফুটবলারদের আধিক্য বেশি। তবে এর মাঝেও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিন নন–ব্রিটিশ খেলোয়াড়। ৮, ৯ ও ১০ নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো (৬ শতাংশ), আর্লিং হলান্ড (৪ শতাংশ), কিলিয়ান এমবাপ্পে (২ শতাংশ)। এই তিনজন ছাড়া বাকি সাতজনই ইংল্যান্ড দলে খেলা ফুটবলার।  

সবচেয়ে আবেদনময় ফুটবলার কোল পালমার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র

এছাড়াও পড়ুন:

শাকিবের ‘চাঁদ মামা’ এল, সঙ্গে আবেদনময়ী নুসরাত

টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। আজ সন্ধ্যায় এসেছে পূর্ণাঙ্গ গান।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসেছে ৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি। প্রীতম হাসান গানটি গেয়েছেন, তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের।

গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় প্রীতমের কণ্ঠে ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের তালে নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এটি হয়তো ‘লাগে উরাধুরা’র মতোই জনপ্রিয়তা পাবে। সেটা হবে কি না, তা হয়তো আরও পরে বোঝা যাবে, তবে মুক্তির পর থেকেই দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৬০ হাজার ছাড়িয়েছে, প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ২০ হাজারের বেশি!

‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • শাকিবের ‘চাঁদ মামা’ এল, সঙ্গে আবেদনময়ী নুসরাত