মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে পবিত্র রমজান। এদিকে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কমপক্ষে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে খেলা দেখতে আসা দর্শকদের ইফতার নিয়ে ভাবতে মানা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ইফতার বক্স প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসিবি।

এই উদ্যোগটি রমজান মাসের চেতনাকে ধারণ করেই নেওয়া হয়েছে। রোজা পালনকারী দর্শকরা যেন কোন বাঁধা ছাড়াই ছাড়াই খেলা উপভোগ করতে পারেন, সেই কথা মাথায় রেখে এই চিন্তা করেছে ইসিবি। ইফতার আগেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সমস্ত নন-হসপিটালিটি অংশ গুলোতেই বক্সগুলো বিতরণ করা হবে।

সামনের সপ্তাহেই রমজান শুরু হচ্ছে। রবিবার (২ মার্চ, ২০২৫) নিউজিল্যান্ড-ভারতের মধ্যে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ রমজানেই অনুষ্ঠিত হবে। সেদিন দর্শকরা বিনা খর চেই ইফতার বক্সগুলো পাবেন।

আরো পড়ুন:

স্বাগতিক পাকিস্তান নাকি ভারত!

কোহলির সেঞ্চুরির রঙে রঙিন ভারতের ক্যানভাস

ইসিবির এই পদক্ষেপটি মুসলিম সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রতিফলন। যা সব দর্শকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে। ক্রিকেট ভক্তরা কিংবা খেলা দেখতে আসা পরিবারগুলো ত্যাগ ও উদারতার দারুণ এই সংস্কৃতিক উপভোগ করার সুযোগ পাচ্ছেন। মাঠে আসা দর্শকদের একত্রিত হয়ে রমজান উদযাপনের অনুভূতি সৃষ্টি করার লক্ষ্যে ইসিবি এই উদ্যোগটি নিয়েছে।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত যদি ফাইনাল খেলে তাহলে দুবাইয়ে রমজানের মাঝেই আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ত ইফত র রমজ ন

এছাড়াও পড়ুন:

চুয়েট ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর জামালখান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

ওসি মোহাম্মদ আবদুল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাগরময় আচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সাগরময় চুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছরের ২৬ জুন গঠিত ৩৬ সদস্যের চুয়েট শাখা ছাত্রলীগ কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পান। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

সম্পর্কিত নিবন্ধ